নিউইয়র্ক ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করলেন পুতিন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৪৫ বার পঠিত

রাশিয়ায় আসন্ন বসন্তে নিয়মিত নতুন সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩১ মার্চ) রুশ প্রেসিডেন্ট দফতর ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে এ তথ্য জানানো হয়েছে। এর আওতায় দেড় লাখ রুশ নাগরিককে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংবিধান অনুসারে ১৮ বছর বয়স থেকে সব পুরুষদের বাধ্যতামূলকভাবে এক বছর সেনাবাহিনীতে কাজ বা উচ্চ শিক্ষায় অধ্যয়নের সময় সমতুল্য প্রশিক্ষণ নিতে হয়।

জুলাই মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ সেনাবাহিনীতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে নতুন আইন কার্যকর হয়েছে। বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান রাশিয়ায় একটি সংবেদনশীল ইস্যু। সেনাবাহিনীতে যোগদান এড়াতে অনেক পুরুষ সম্ভাব্য সব চেষ্টা করেন। বছরে দুই বার বাধ্যতামূলক নিয়োগ দেওয়া হয়।

আইন অনুসারে, বাধ্যতামূলক নিয়োগ পাওয়া সেনাদের রাশিয়ার বাইরে যুদ্ধে পাঠানো যায় না। তবে ২০২২ সালের সীমিত সেনা সমাবেশে কিছু ব্যতিক্রম রাখা হয়েছিল। ওই সময় পূর্বের সামরিক অভিজ্ঞতা থাকা ৩ লাখ সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল ইউক্রেনে যুদ্ধের জন্য। যদিও ‘ভুলবশত’ কিছু সেনাকে রণক্ষেত্রে পাঠানো হয়েছিল।

এর আগে সেপ্টেম্বরে ১ লাখ ৩০ হাজার সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছিলেন পুতিন। গত বসন্তে ১ লাখ ৪৭ হাজার সেনা নিয়োগের পরিকল্পনা করেছিল রাশিয়া।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করলেন পুতিন

প্রকাশের সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

রাশিয়ায় আসন্ন বসন্তে নিয়মিত নতুন সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩১ মার্চ) রুশ প্রেসিডেন্ট দফতর ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে এ তথ্য জানানো হয়েছে। এর আওতায় দেড় লাখ রুশ নাগরিককে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংবিধান অনুসারে ১৮ বছর বয়স থেকে সব পুরুষদের বাধ্যতামূলকভাবে এক বছর সেনাবাহিনীতে কাজ বা উচ্চ শিক্ষায় অধ্যয়নের সময় সমতুল্য প্রশিক্ষণ নিতে হয়।

জুলাই মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ সেনাবাহিনীতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে নতুন আইন কার্যকর হয়েছে। বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান রাশিয়ায় একটি সংবেদনশীল ইস্যু। সেনাবাহিনীতে যোগদান এড়াতে অনেক পুরুষ সম্ভাব্য সব চেষ্টা করেন। বছরে দুই বার বাধ্যতামূলক নিয়োগ দেওয়া হয়।

আইন অনুসারে, বাধ্যতামূলক নিয়োগ পাওয়া সেনাদের রাশিয়ার বাইরে যুদ্ধে পাঠানো যায় না। তবে ২০২২ সালের সীমিত সেনা সমাবেশে কিছু ব্যতিক্রম রাখা হয়েছিল। ওই সময় পূর্বের সামরিক অভিজ্ঞতা থাকা ৩ লাখ সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল ইউক্রেনে যুদ্ধের জন্য। যদিও ‘ভুলবশত’ কিছু সেনাকে রণক্ষেত্রে পাঠানো হয়েছিল।

এর আগে সেপ্টেম্বরে ১ লাখ ৩০ হাজার সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছিলেন পুতিন। গত বসন্তে ১ লাখ ৪৭ হাজার সেনা নিয়োগের পরিকল্পনা করেছিল রাশিয়া।