সেনাপ্রধানই পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর : ইমরান খান
- প্রকাশের সময় : ০২:১৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ২৫১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সেনাপ্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং প্রত্যেকেই তার সিদ্ধান্ত অনুসরণ করে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন যে, তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে ‘দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের’ পাশে রয়েছে সামরিক সংস্থাটি। শুক্রবার সন্ধ্যায় তার জামান পার্কের বাসভবনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি। খবর পিটিআই এর ইমরান খান বলেন, ‘পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধান হলেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সবাই তার সিদ্ধান্ত মেনে চলে। সামরিক সংস্থা দুর্নীতিগ্রস্ত মাফিয়া- শরিফ এবং জারদারিদের পাশে দাঁড়াচ্ছে – শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে আমি যেন ক্ষমতায় ফিরে যেতে না পারি।
আরোও পড়ুন । ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে হুথিরা আশাবাদী
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতৃত্বাধীন জোট সরকার দেশটির ইলেকট্রনিক মিডিয়াতে পিটিআই প্রধানের বক্তৃতা সম্প্রচারের উপর ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি করেছে। দেশের সুপ্রিম কোর্টে বিভাজনের বিষয়ে তার গুরুতর উদ্বেগ প্রকাশ করে খান বলেন, এটি দেশের জন্য একটি বড় ট্র্যাজেডি হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে বিভাজন একটি বড় ট্র্যাজেডি হবে। আমি জাতির কাছে এমন একটি সময়ে সর্বোচ্চ আদালতের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি যখন এই আমদানি করা সরকার এটিকে অসম্মান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
৭০ বছর বয়সি এই ক্রিকেটার-রাজনীতিবিদ বলেন, পাকিস্তানে গণতন্ত্র এখন সুপ্রিম কোর্ট নামে একটি সুতোয় ঝুলছে, যারা দেশে গণতন্ত্র চায়, সবারই এর সাথে দাঁড়ানো উচিত। পিটিআই প্রধান বলেন যে, সরকার যদি শীর্ষ আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে এবং ১৪ মে পাঞ্জাবে নির্বাচনের সিদ্ধান্তের বাস্তবায়ন অব্যাহত না রাখে তবে জাতিকে ঈদের পরে রাস্তায় নামতে প্রস্তুত হতে হবে। আমি সামনে থেকে এই অভিযানের নেতৃত্ব দেব। নভেম্বরে পাঞ্জাবে তার সমাবেশে হামলায় বুলেটে আহত হওয়া ইমরান খান আবারও বলেন যে, তাকে হত্যা করার জন্য শক্তিশালী পরিকল্পনা চলছে।
বেলী / হককথা





















