নিউইয়র্ক ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সু চির বিরুদ্ধে রায় স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ৬২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াকিটকির অবৈধ আমদানির অভিযোগে অং সান সু চির (৭৬) বিরুদ্ধে রায় স্থগিত করেছে মিয়ানমারের জান্তা আদালত। সোমবার (২০ ডিসেম্বর) রায় ঘোষণার কথা ছিল শান্তিতে নোবেলজয়ীর বিরুদ্ধে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওয়াকিটকির অবৈধ আমদানি এবং রাখার অপরাধে সু চির বিরুদ্ধে সামরিক আদালতে রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। হঠাৎ কী কারণে স্থগিত করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। বিচারক কোনো ব্যাখ্যা ছাড়াই আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

কোভিড বিধি সংক্রান্ত নিয়ম ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ায় চলতি মাসের শুরুতে চার বছরের সাজা প্রদান করে আদালত। তবে দুই বছর মওকুফ করে রাজধানী নেপিদোতে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করবেন বলে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং।

ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের সাজা হতে পারে নোবেলজয়ী সু চির। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সবগুলোর বিচারকাজ চলছে। এসব রায় সু চির বিরুদ্ধে গেলে আজীবন বন্দি থাকা লাগতে পারে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে গৃহবন্দি এবং ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সু চির বিরুদ্ধে রায় স্থগিত

প্রকাশের সময় : ০৫:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াকিটকির অবৈধ আমদানির অভিযোগে অং সান সু চির (৭৬) বিরুদ্ধে রায় স্থগিত করেছে মিয়ানমারের জান্তা আদালত। সোমবার (২০ ডিসেম্বর) রায় ঘোষণার কথা ছিল শান্তিতে নোবেলজয়ীর বিরুদ্ধে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওয়াকিটকির অবৈধ আমদানি এবং রাখার অপরাধে সু চির বিরুদ্ধে সামরিক আদালতে রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। হঠাৎ কী কারণে স্থগিত করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। বিচারক কোনো ব্যাখ্যা ছাড়াই আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

কোভিড বিধি সংক্রান্ত নিয়ম ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ায় চলতি মাসের শুরুতে চার বছরের সাজা প্রদান করে আদালত। তবে দুই বছর মওকুফ করে রাজধানী নেপিদোতে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করবেন বলে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং।

ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের সাজা হতে পারে নোবেলজয়ী সু চির। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সবগুলোর বিচারকাজ চলছে। এসব রায় সু চির বিরুদ্ধে গেলে আজীবন বন্দি থাকা লাগতে পারে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে গৃহবন্দি এবং ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী।