নিউইয়র্ক ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সুদানের তারকা গায়ক শাদেন গার্ডুড ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৩১ বার পঠিত

শাদেন গার্ডুড। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  সুদানের অন্যতম জনপ্রিয় গায়ক শাদেন গার্ডুড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ওমদুরমান শহরে শুক্রবার সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন গার্ডুড। যুদ্ধরত পক্ষগুলো বেসামরিক দুর্ভোগ কমানোর জন্য একটি চুক্তিতে সই করার একদিন পরই ৩৭ বছর বয়সী গার্ডুড নিহত হন।

বিবিসির খবরে বলা হয়, গার্ডুড আল-হাশমাব পাড়ায় জাতীয় টেলিভিশন এবং রেডিও ভবনের কাছে বাস করতেন। এলাকাটি প্রথম দিন থেকেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে আরএসএফের উপস্থিতিও বেড়েছে।

গার্ডুড’র ভাইয়ের মেয়ে হেরা হাসান মোহাম্মদ ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গার্ডুড আমার কাছে একজন মায়ের মতো ছিলেন। ঈশ্বর তাকে ক্ষমা করুক। গার্ডুড তার ১৫ বছর বয়সী ছেলে হামুদি এবং তার মা ও বোনকে রেখে গেছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন গার্ডুড। এ সময় তিনি তার ছেলেকে জানালা বন্ধ করতে বলছিলেন।

গার্ডুড নিয়মিত ফেসবুকে লাইভ এসে সংঘর্ষ এবং গোলাগুলোর বিষয়ে কথা বলতেন। যুদ্ধের বিরুদ্ধে কঠোর ভাষায় লেখালেখি করতেন তিনি। ফেসবুকে তার শেষ পোস্টগুলোর একটিতে বলতে শোনা যায়, ‘২৫ দিন ধরে বাড়িতে আটকে আছি আমরা ক্ষুধার্ত। আতঙ্কের মধ্যে বাস করছি’। এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানে সংঘাত শুরু হয়। দেশ শাসন নিয়ে আরএসএস-এর সঙ্গে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টি হলে, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সংঘাত শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে, সংঘর্ষে এ পর্যন্ত ৬ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ। সুদানের প্রায় ৮০ শতাংশ হাসপাতাল মারাত্মক খাদ্য, পানি এবং বিদ্যুতের সংকটে বন্ধ হয়ে গেছে।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সুদানের তারকা গায়ক শাদেন গার্ডুড ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশের সময় : ০২:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :  সুদানের অন্যতম জনপ্রিয় গায়ক শাদেন গার্ডুড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ওমদুরমান শহরে শুক্রবার সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন গার্ডুড। যুদ্ধরত পক্ষগুলো বেসামরিক দুর্ভোগ কমানোর জন্য একটি চুক্তিতে সই করার একদিন পরই ৩৭ বছর বয়সী গার্ডুড নিহত হন।

বিবিসির খবরে বলা হয়, গার্ডুড আল-হাশমাব পাড়ায় জাতীয় টেলিভিশন এবং রেডিও ভবনের কাছে বাস করতেন। এলাকাটি প্রথম দিন থেকেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে আরএসএফের উপস্থিতিও বেড়েছে।

গার্ডুড’র ভাইয়ের মেয়ে হেরা হাসান মোহাম্মদ ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গার্ডুড আমার কাছে একজন মায়ের মতো ছিলেন। ঈশ্বর তাকে ক্ষমা করুক। গার্ডুড তার ১৫ বছর বয়সী ছেলে হামুদি এবং তার মা ও বোনকে রেখে গেছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন গার্ডুড। এ সময় তিনি তার ছেলেকে জানালা বন্ধ করতে বলছিলেন।

গার্ডুড নিয়মিত ফেসবুকে লাইভ এসে সংঘর্ষ এবং গোলাগুলোর বিষয়ে কথা বলতেন। যুদ্ধের বিরুদ্ধে কঠোর ভাষায় লেখালেখি করতেন তিনি। ফেসবুকে তার শেষ পোস্টগুলোর একটিতে বলতে শোনা যায়, ‘২৫ দিন ধরে বাড়িতে আটকে আছি আমরা ক্ষুধার্ত। আতঙ্কের মধ্যে বাস করছি’। এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানে সংঘাত শুরু হয়। দেশ শাসন নিয়ে আরএসএস-এর সঙ্গে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টি হলে, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সংঘাত শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে, সংঘর্ষে এ পর্যন্ত ৬ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ। সুদানের প্রায় ৮০ শতাংশ হাসপাতাল মারাত্মক খাদ্য, পানি এবং বিদ্যুতের সংকটে বন্ধ হয়ে গেছে।
সুমি/হককথা