সমুদ্রের মধ্যে ফেটে পড়ল আগ্নেয়গিরি, ধেয়ে আসছে সুনামি, উপগ্রহ মারফত ধরা পড়ল মারণ ছবি

- প্রকাশের সময় : ০৭:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৬৩ বার পঠিত
টোঙ্গা এলাকার এক বিশাল আকারের আগ্নেয়গিরির বিস্ফোরণের ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্র মারফত। বিভিন্ন দেশে ইতিমধ্যে সেই বিস্ফোরণের কারণে জারি হয়েছে সুনামি সতর্কতা। বিস্ফোরণের ভিডিও দেখলে মনে হচ্ছে, যেন তা পরমাণু বিস্ফোরণের সমান। ছবি আন্সপ্ল্যাশ
উপগ্রহ চিত্র মারফত দেখা গিয়েছে, এটি আসলে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপ্পাই আগ্নেয়গিরি। জলের তলায় এর প্রবল বিস্ফোরণের ফলে আকাশে ছড়িয়ে গিয়েছে ছাই। প্রায় ১০ হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে এই বিস্ফোরণের শব্দ। ছবি আন্সপ্ল্যাশ
উপগ্রহ চিত্র মারফত দেখা গিয়েছে, এটি আসলে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপ্পাই আগ্নেয়গিরি। জলের তলায় এর প্রবল বিস্ফোরণের ফলে আকাশে ছড়িয়ে গিয়েছে ছাই। প্রায় ১০ হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে এই বিস্ফোরণের শব্দ। ছবি আন্সপ্ল্যাশ
এখনও ওই অংশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বোঝাও যাচ্ছে না, এই বিস্ফোরণের ফলে ঠিক কী অপেক্ষা করছে গোটা বিশ্বের জন্য। ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে, টোঙ্গার রাজধানীতে ২ মিটারের কাছাকাছি পরের পর ঢেউ আছড়ে পড়ছে। ছবি আন্সপ্ল্যাশ
এখনও ওই অংশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বোঝাও যাচ্ছে না, এই বিস্ফোরণের ফলে ঠিক কী অপেক্ষা করছে গোটা বিশ্বের জন্য। ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে, টোঙ্গার রাজধানীতে ২ মিটারের কাছাকাছি পরের পর ঢেউ আছড়ে পড়ছে। ছবি আন্সপ্ল্যাশ
ইতিমধ্যে সতর্ক হয়েছে নিউ জিল্যান্ডও। সেখানে বলা হয়েছে, পর পর বিস্ফোরণ ঘটতে পারে এই আগ্নেয়গিরিতে। সেই কারণেই বিশ্বজুড়ে ভয়ানক আকার ধারণ করতে পারে সুনামি। ছবি আন্সপ্ল্যাশ
ইতিমধ্যে সতর্ক হয়েছে নিউ জিল্যান্ডও। সেখানে বলা হয়েছে, পর পর বিস্ফোরণ ঘটতে পারে এই আগ্নেয়গিরিতে। সেই কারণেই বিশ্বজুড়ে ভয়ানক আকার ধারণ করতে পারে সুনামি। ছবি আন্সপ্ল্যাশ
ইতিমধ্যে আমেরিকা, জাপান, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা-সহ বিভিন্ন দেশে উপকূল থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্ধ হয়ে গিয়েছে ক্রুজ। আগ্নেয়গিরির প্রভাব পড়েছে আলাস্কাতেও। ছবি আন্সপ্ল্যাশ
ইতিমধ্যে আমেরিকা, জাপান, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা-সহ বিভিন্ন দেশে উপকূল থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্ধ হয়ে গিয়েছে ক্রুজ। আগ্নেয়গিরির প্রভাব পড়েছে আলাস্কাতেও। ছবি আন্সপ্ল্যাশ
হককথা/এসএ