নিউইয়র্ক ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৭০ বার পঠিত

পুরোনো ছবি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপেক সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশে ফেরার পরের দিন রোববার তাইওয়ান ঘিরে চীনের সামরিক বাহিনী সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইপে। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্বশাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও এ বিষয়ে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাইওয়ানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে থাকে ওয়াশিংটন।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার এপেক সম্মেলনের অবসরে বাইডেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি।

বৈঠকে শি বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা। চীনের সঙ্গে দ্বীপ অঞ্চলটির শান্তিপূর্ণ পুনর্মিলন তাদের সমর্থন করতে হবে। এই পুনর্মিলন চীন বাস্তবায়ন করবে। এটা কোনোভাবেই থামানো যাবে না।

শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল। তবে আজ রোববার সেটা আবার পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার সকাল থেকে ৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এ সময় এসব যুদ্ধবিমানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজ যুদ্ধ প্রস্তুতি বিষয়ক টহল দেয়।

এ প্রতিবেদনের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী

প্রকাশের সময় : ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপেক সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশে ফেরার পরের দিন রোববার তাইওয়ান ঘিরে চীনের সামরিক বাহিনী সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইপে। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্বশাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও এ বিষয়ে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাইওয়ানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে থাকে ওয়াশিংটন।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার এপেক সম্মেলনের অবসরে বাইডেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি।

বৈঠকে শি বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা। চীনের সঙ্গে দ্বীপ অঞ্চলটির শান্তিপূর্ণ পুনর্মিলন তাদের সমর্থন করতে হবে। এই পুনর্মিলন চীন বাস্তবায়ন করবে। এটা কোনোভাবেই থামানো যাবে না।

শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল। তবে আজ রোববার সেটা আবার পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার সকাল থেকে ৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এ সময় এসব যুদ্ধবিমানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজ যুদ্ধ প্রস্তুতি বিষয়ক টহল দেয়।

এ প্রতিবেদনের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

হককথা/নাছরিন