নিউইয়র্ক ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শিগগিরই নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা উত্তর কোরিয়ার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৫৩ বার পঠিত

উত্তর কোরিয়ার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের বুধবার থেকে শুরু করে আগামী ডিসেম্বরের ১ তারিখের মধ্যে যেকোনো সময় নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। দেশটি এই উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাপানকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো নজরদারি স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে উত্তর কোরিয়া। এর আগের দুই দফা চেষ্টাই ব্যর্থ হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুসারে কক্ষপথে কোনো ধরনে গোয়েন্দা বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন।

জাপানের কোস্ট গার্ড আজ মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া টোকিওকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে—তারা পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। বিষয়টি জানার পর প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এরই মধ্যে সংশ্লিষ্ট সাগর অঞ্চলে থাকা বিভিন্ন ধরনের নৌযানকে সতর্ক থাকতে বলে দিয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাপানকে বিষয়টি জানানোর পরপরই দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ংয়ের এমন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ার জন্য দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জাপানের ঈজেস ডেস্ট্রয়ার ও প্যাক-৩ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে।

কিশিদা আরও বলেছেন, ‘যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কেবল একটি সাধারণ স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয় তবে সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘এটি অবশ্যই আমাদের জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত হবে।’

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শিগগিরই নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা উত্তর কোরিয়ার

প্রকাশের সময় : ০৩:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের বুধবার থেকে শুরু করে আগামী ডিসেম্বরের ১ তারিখের মধ্যে যেকোনো সময় নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। দেশটি এই উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাপানকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো নজরদারি স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে উত্তর কোরিয়া। এর আগের দুই দফা চেষ্টাই ব্যর্থ হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুসারে কক্ষপথে কোনো ধরনে গোয়েন্দা বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন।

জাপানের কোস্ট গার্ড আজ মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া টোকিওকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে—তারা পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। বিষয়টি জানার পর প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এরই মধ্যে সংশ্লিষ্ট সাগর অঞ্চলে থাকা বিভিন্ন ধরনের নৌযানকে সতর্ক থাকতে বলে দিয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাপানকে বিষয়টি জানানোর পরপরই দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ংয়ের এমন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ার জন্য দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জাপানের ঈজেস ডেস্ট্রয়ার ও প্যাক-৩ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে।

কিশিদা আরও বলেছেন, ‘যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কেবল একটি সাধারণ স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয় তবে সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘এটি অবশ্যই আমাদের জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত হবে।’

হককথা/নাছরিন