শতাব্দীর উষ্ণতম দিন দেখলো সাংহাই
- প্রকাশের সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৫০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ উষ্ণ দিন দেখল চীনের বৃহত্তম শহর সাংহাই। মে মাসে সবচেয়ে উষ্ণতম দিন ছিল সোমবার (২৯ মে)। এদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করার পর এ তথ্য জানিয়েছে চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
আবহাওয়া পরিষেবার ওয়েইবো ওয়েসবাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৯মিনিটে জুজিয়াহুই স্টেশনের তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। মে মাসের এই তাপমাত্রা গত ১০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। তবে বিকেলের দিকে মধ্য সাংহাইয়ের মেট্রো স্টেশনে তাপমাত্রা আরও বেড়ে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
আরোও পড়ুন। উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণায় সতর্ক অবস্থানে জাপান
জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থা প্যানেল অব ক্লাইমেট চেঞ্জের বিজ্ঞানীরা সম্প্রতি এক সতর্কবার্তায় বলেছেন, দ্রুতহারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জেরে বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ক্রমশ চরমভাবাপন্ন হয়ে উঠছে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের প্রবণতাও বাড়ছে। সরকারি নথির তথ্য অনুযায়ী, এর আগে ১৮৭৬, ১৯০৪, ১৯১৫ এবং ২০১৮ সালের গ্রীষ্মে একদিনে এই পরিমাণ তাপ দেখেছিল সাংহাই। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা