নিউইয়র্ক ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লেবাননে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৩ বার পঠিত

লেবানন থেকে ছাড়া রকেট উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় আঘাত করে (ছবি-বিবিসি)

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে হামলায় অন্তত দুই হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

নিরাপত্তা সূত্র বলছে, সেনাবাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহ বাহিনীর রকেট হামলায় একজন সৈন্য নিহত হওয়ার পর পাল্টা এ হামলা চালায় ইসরায়েল। খবর-বিবিসি

লেবাননের সোওয়ানেহে অঞ্চলে একজন নারী ও দুই শিশু নিহত হয়েছে। এছাড়া নাবাতিহে এলাকায় এক পরিবারের অন্তত চার সদস্য প্রাণ হারিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা উত্তর ইসরায়েলে একটি মারাত্মক রকেট হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনাতে আঘাত করেছে।

অক্টোবরে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র হামাস সদস্যদের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় হচ্ছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল। এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক স্থাপনার দিকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই লেবানন-ইসরায়েল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লেবাননে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা

প্রকাশের সময় : ০৪:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে হামলায় অন্তত দুই হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

নিরাপত্তা সূত্র বলছে, সেনাবাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহ বাহিনীর রকেট হামলায় একজন সৈন্য নিহত হওয়ার পর পাল্টা এ হামলা চালায় ইসরায়েল। খবর-বিবিসি

লেবাননের সোওয়ানেহে অঞ্চলে একজন নারী ও দুই শিশু নিহত হয়েছে। এছাড়া নাবাতিহে এলাকায় এক পরিবারের অন্তত চার সদস্য প্রাণ হারিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা উত্তর ইসরায়েলে একটি মারাত্মক রকেট হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনাতে আঘাত করেছে।

অক্টোবরে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র হামাস সদস্যদের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় হচ্ছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল। এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক স্থাপনার দিকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই লেবানন-ইসরায়েল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

হককথা/নাছরিন