নিউইয়র্ক ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লন্ডনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আগুন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • / ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনবাসীরা এমনিতেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হয়েছেন। সম্প্রতি প্রথমবারের মতো শহরটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রেকর্ড ভাঙা এই গরমের মধ্যে সেখানে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ছে।
আজ বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল থেকে অন্তত ৯টি জায়গায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ৪০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছেন। এসব ঘটনায় হতাহতের সংখ্যা ও বাড়িঘর ধ্বংস হওয়ার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
লন্ডন ফায়ার ব্রিগেডের (এলএফবি) সহকারী কমিশনার জোনাথন স্মিথ বলেছেন, চলমান ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির একটি ‘সঠিক ছবি’ দেওয়ার আগে প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে। আগুন নিয়ন্ত্রণে রাখা নিশ্চিত করার জন্য গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সময়টি খুব গুরুত্বপূর্ণ।
লন্ডন ফায়ার ব্রিগেড গতকাল মঙ্গলবার বলেছে, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজেও বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে বলে দেখা গেছে। দমকলকর্মীরা বাসিন্দাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মোট কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তা আজ জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্ব লন্ডনের ওয়েনিংটনের বহু বাড়ি, ঘাসে সৃষ্ট আগুন অন্য সম্পত্তিতে ছড়িয়ে পড়ার পরে এবং বেশ কয়েকটি আগুনে পুড়ে যাওয়ার পরে সেসব বাড়ি খালি করা হয়। এছাড়া দাগেনহামে অগ্নিকাণ্ডের পর দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিদ্যমান এই পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে পার্ক, ব্যক্তিগত বাগান এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মেয়র সাদিক খান।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লন্ডনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আগুন

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনবাসীরা এমনিতেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হয়েছেন। সম্প্রতি প্রথমবারের মতো শহরটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রেকর্ড ভাঙা এই গরমের মধ্যে সেখানে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ছে।
আজ বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল থেকে অন্তত ৯টি জায়গায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ৪০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছেন। এসব ঘটনায় হতাহতের সংখ্যা ও বাড়িঘর ধ্বংস হওয়ার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
লন্ডন ফায়ার ব্রিগেডের (এলএফবি) সহকারী কমিশনার জোনাথন স্মিথ বলেছেন, চলমান ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির একটি ‘সঠিক ছবি’ দেওয়ার আগে প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে। আগুন নিয়ন্ত্রণে রাখা নিশ্চিত করার জন্য গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সময়টি খুব গুরুত্বপূর্ণ।
লন্ডন ফায়ার ব্রিগেড গতকাল মঙ্গলবার বলেছে, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজেও বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে বলে দেখা গেছে। দমকলকর্মীরা বাসিন্দাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মোট কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তা আজ জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্ব লন্ডনের ওয়েনিংটনের বহু বাড়ি, ঘাসে সৃষ্ট আগুন অন্য সম্পত্তিতে ছড়িয়ে পড়ার পরে এবং বেশ কয়েকটি আগুনে পুড়ে যাওয়ার পরে সেসব বাড়ি খালি করা হয়। এছাড়া দাগেনহামে অগ্নিকাণ্ডের পর দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিদ্যমান এই পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে পার্ক, ব্যক্তিগত বাগান এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মেয়র সাদিক খান।
হককথা/এমউএ