রুশ যুদ্ধজাহাজডুবির ঘটনায় হতাহতের সংখ্যা জানাল রাশিয়া

- প্রকাশের সময় : ০৪:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১০০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় এই প্রথম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। গত সপ্তাহে বিস্ফোরণের পর ক্রুজার মস্কভা ডুবে যায়।
ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ হন আরো ২৭ নাবিক ও বাকি ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে প্রথমবারের মতো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, ওই সময় হতাহতের ঘটনা ঘটে।
১৪ এপ্রিল রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মস্কভা ক্রুজারে আগুন লেগেছে আর তাতে গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। সব নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটিতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো অক্ষত আছে।
তখন রাশিয়া জানিয়েছিল, গোলাবারুদের মজুতে বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর মস্কভাকে বন্দরে টেনে নেওয়া হচ্ছিল। ওই সময় সাগর উত্তাল থাকায় ডুবে যায় মিসাইল ক্রুজারটি। তবে ইউক্রেনের দাবি, মস্কভায় তারা জাহাজবিধ্বংসী দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
১২ হাজার ৪৯০ টনের মস্কভা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়ার যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করেছিল রাশিয়া। মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।
রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে। এ যুদ্ধজাহাজ ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। এ ছাড়া এতে ছিল সাবমেরিনবিধ্বংসী ও মাইন-টর্পেডো অস্ত্র।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্ব দিচ্ছিল মস্কভা। যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার পর ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করে রুশ বাহিনী। -আল জাজিরা
হককথা/এমউএ