নিউইয়র্ক ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রুশ অধিকৃত ডোনেস্কে তেলের গুদামে অগ্নিকাণ্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / ৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রুশ অধিকৃত ডোনেস্ক এলাকার একটি তেলের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।
ঘটনাস্থলের একজন সাংবাদিককে উদ্ধৃত করে তাসের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের গোলাবর্ষণের পর কথিত ডোনেস্কের বুডিওনভস্কি জেলার একটি তেল ডিপোতে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে। সূত্র : আল জাজিরা
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রুশ অধিকৃত ডোনেস্কে তেলের গুদামে অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রুশ অধিকৃত ডোনেস্ক এলাকার একটি তেলের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।
ঘটনাস্থলের একজন সাংবাদিককে উদ্ধৃত করে তাসের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের গোলাবর্ষণের পর কথিত ডোনেস্কের বুডিওনভস্কি জেলার একটি তেল ডিপোতে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে। সূত্র : আল জাজিরা
হককথা/এমউএ