রুশ অধিকৃত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ৫
- প্রকাশের সময় : ০১:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৭৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অধিকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ সময় অসংখ্য ব্যক্তি আহত হন। রাশিয়ার সরকারি কর্মকর্তারা এ তথ্য দেন। লুহানস্কে নিয়োজিত রুশ কর্মকর্তারা বলেন, এই অঞ্চলে ইউক্রেনের সেনারা গোলাবর্ষণ করেছে। ওই সময় কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় সেনাবাহিনীর চারটি ক্ষেপণাস্ত্র সেখানকার কারপাটি গ্রামে আঘাত করেছে। তবে কিয়েভ ওই রুশ অভিযোগ অস্বীকার করেছে।
আরোও পড়ুন । সামরিক আদালতে ইমরান খানের বিচার : স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে তাদের দু’টি জ্বালানি তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেনীয় ড্রোন। ওই তেল শোধনাগারগুলো রাশিয়ার বৃহত্তম জ্বালানি তেল রফতানি টার্মিনাল থেকে প্রায় ৪০-৫০ মাইল পূর্বে অবস্থিত। রাশিয়ার ক্র্যাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ বলেছেন, একটি ড্রোন আফিপস্কি তেল শোধনাগারে আঘাত হানে এবং পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আরেকটি ড্রোন ইলস্কি শোধনাগারে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। কিয়েভ কখনই যুদ্ধের সময় রাশিয়ার অভ্যন্তরে হামলার দায় স্বীকার করেনি। দেশটি বলেছে যে তাদের লড়াই হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক। সূত্র : আল-জাজিরা
বেলী/হককথা