রাশিয়ার সাঁজোয়া যানে নাশকতা চালাচ্ছে রুশ সেনারাই: নিউইয়র্ক টাইমস

- প্রকাশের সময় : ০৮:১৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ৫৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সৈন্যরা নিজেদের সাঁজোয়া যানগুলোতে নিজেরাই নাশকতা চালাচ্ছে বলে পেন্টাগনের একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। রুশ সেনাদের বলা হয়েছে ‘সবাইকে গুলি করতে’। এই কারণে রুশ সেনারা কাঁদছে এবং যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে।
ওই পেন্টাগন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, রুশ সেনাদের একটি বড় অংশই তরুণ। তাদের ভালোমতো প্রশিক্ষণ নেই। অনেকেই পূর্ণমাত্রায় সামরিক অভিযানের জন্য প্রস্তুত নন।
এছাড়া রুশ সেনাদের মনোবলও কম। এমনকি তারা খাবার ও জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে বলেও ওই পেন্টাগন কর্মকর্তা জানান।
তিনি বলেন, যুদ্ধ এড়াতে এই সৈন্যরা ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহনে ছিদ্র করেছে।
নিউইয়র্ক টাইমস জানায়, এই মূল্যায়ন সম্ভবত বন্দি রাশিয়ান সৈন্যদের দেওয়া বিবৃতির উপর ভিত্তি করে করা হয়েছে এবং এই কারণেই গত কয়েকদিনে কিয়েভের কাছে প্রায় ৪০ মাইল রাস্তায় রুশ ট্যাংক এবং অস্ত্রবাহী যানবাহনগুলো খুবই ধীর গতিতে যাচ্ছে।
হককথা/এমউএ