রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারতসহ বহু দেশ
- প্রকাশের সময় : ০৮:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১০৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর মতো এশিয়ার দেশ ভারতও বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলো। তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিলো নয়াদিল্লি। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।
ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া জাতিসংঘে প্রস্তুত করা হয়েছিলো। রাশিয়া সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।
১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে আলবেনিয়া ওই নিন্দা প্রস্তাবটি এনেছিলো। সেই প্রস্তাবে ইউক্রেনের ডোনেটস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিঝিয়া অঞ্চল রাশিয়ার দখল করা এবং সেখানে ‘অবৈধভাবে গণভোট’ করানোর নিন্দা ও বিরোধিতা ছিল।
রাশিয়া আলবেনিয়ার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তটির পুনর্বিবেচনার আবেদন করে। শুধুমাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিলো। ১০৭টি দেশ রাশিয়ার বিপক্ষে। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিলো। হার অবশ্যম্ভাবী জেনেই এখানে রাশিয়া ও চীন ভোট দেয়নি বলে কূটনৈতিক মহলের ব্যাখ্যা।
রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এ ভোটাভুটির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। নিরাপত্তা পরিষদে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ তার।
হককথা/এমউএ



















