রাশিয়ার পর চীনের বিরুদ্ধেও ভোট দেয়নি ভারত

- প্রকাশের সময় : ০৬:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ২৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : অতি সম্প্রতি ইউক্রেনের কয়েকটি এলাকা রাশিয়াতে অন্তর্ভুক্তির বিষয়ে একটি খসড়া নিন্দা প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে গিয়েছিল। ওই নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত এবং চীন। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রীনফিল্ড। এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে চীনের বিরুদ্ধে একটি প্রস্তাবেও ভোটদানে বিরত থাকার মাধ্যমে কার্যত দেশটির বিরুদ্ধে যায় নি এশিয়ার আরেক বড় দেশ ভারত।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, মানবাধিকার পরিষদের ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৭টি ওই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে ১৯টি (চীন সহ)। অন্যদিকে, ভোটদান থেকে বিরত ছিল ভারত সহ ১১টি দেশ। ফলে, ৪৭ সদস্যবিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে চীনের বিরুদ্ধে আনা প্রস্তাবটি আর গৃহীত হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই ফলাফলকে পশ্চিমা দুনিয়া এবং জাতিসংঘের জন্য বড় পরাজয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কাউন্সিলের ১৬ বছরের ইতিহাসে এমন ঘটনা মাত্র দ্বিতীয়বার ঘটেছে বলেও উল্লেখ করা হয়েছে।
চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে বিতর্ক এবং ভোটাভুটির জন্য দেশটির বিরুদ্ধে উক্ত খসড়া প্রস্তাব তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো পশ্চিমা শক্তিধর দেশগুলো।
এখানে উল্লেখ্য যে, প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ১৯টি দেশের মধ্যে বেশির ভাগই মুসলিমপ্রধান দেশঃ ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মৌরিতানিয়া, পাকিস্তান, কাতার, সেনেগাল, সুদান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান। ভোটদানে বিরত ছিল মালয়েশিয়াও।
প্রসঙ্গত, মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ- অনেক বছর ধরেই চীনের উত্তর-পশ্চিমের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে দেশটির প্রশাসন। এমনকি নিজেদের ইচ্ছের বিরুদ্ধে ১০ লাখেরও বেশি উইঘুরকে আটকে রাখারও অভিযোগ রয়েছে।
হককথা/এমউএ