রাশিয়াকে ‘পেছনে সরে যেতে’ বলবেন বরিস

- প্রকাশের সময় : ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ৫৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পেছনে সরে যেতে বলবেন।
বিবিসির খবরে শনিবার বলা হয়, পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন বরিস জনসন। সেইসঙ্গে আগামী দিনগুলোতে তিনি পূর্ব-ইউরোপ সফরও করবেন।
বরিস মনে করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।
এর আগে গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেন বরিস জনসন। আলাপকালে তিনি ‘কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার’ সমাধান প্রত্যাশা করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বলা হয়, বরিস জনসন রাশিয়াকে (ইউক্রেন ইস্যুতে) পেছনে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
জনসন বলেন, যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে যুক্তরাজ্য ন্যাটোর মিত্রদের রক্ষায় সেনা মোতায়েন করবে।
ইউক্রেন এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। আর এ প্রেক্ষাপটে রাশিয়াও দাবি করে আসছে, ইউক্রেন থেকে যেনো ন্যাটো দূরে থাকে। কিন্তু এ দাবি মেনে নেয়নি যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
হককথা/এমউএ