রাশিয়াকে ইন্টারপোল থেকে বের করে দিতে চায় পশ্চিমা দেশগুলো

- প্রকাশের সময় : ০৭:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১০৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়াকে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোল থেকে বাদ দিতে চাচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেলের বরাত দিয়ে ফ্রান্স টুয়ান্টিফোর এ খবর জানিয়েছে।
রোববার এক টুইটে তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইতোমধ্যে ওই ‘সিস্টেমে রাশিয়ার সুযোগ অবিলম্বে বন্ধ করার’ জন্য অনুরোধ জানিয়েছে।
প্রিতি প্যাটেল বলেন, ‘আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ও মানুষের নিরাপত্তার জন্য রাশিয়ার কার্যক্রম সরাসরি হুমকি।’
প্রিতি এ অনুরোধের কারণ নিশ্চিত করেননি। তবে ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমের দেশগুলো মস্কোকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে একা করে দেয়ার পথ খুঁজছে।
রোববার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র এন্থনি ব্লিনকেন বলেন, ‘আগ্রাসন চালানোর সময় রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে, তার যথাযত প্রমাণ আমাদের হাতে রয়েছে; বিশেষ করে বেসামরিক মানুষের সঙ্গে তারা যেভাবে আচরণ করেছে।’
হককথা/এমউএ