নিউইয়র্ক ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়ার ওপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৩২ বার পঠিত

ছবি: রয়টার্স

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিস্তর বিধি-নিষেধ দেয়া হয়। খবর ভয়েস অব আমেরিকা।

এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো, রাশিয়ার ভবিষ্যৎ জ্বালানি শক্তির সক্ষমতা, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা এবং ইউক্রেনের সৈন্য ও সাজসরঞ্জামের জন্য ক্ষতিকর একটি আত্মঘাতী ড্রোন। তালিকায় রয়েছে শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, সর্বশেষ এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সাইবেরিয়ায় আর্কটিক-টু এলএনজি নামের বিশাল এক প্রকল্পের মালিকানা ও উন্নয়ন, তৎপরতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, ওই প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হবে।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর ব্যবহৃত কেইউবি-বিএলএ ও ল্যানসেট আত্মঘাতী ড্রোন এ নিষেধাজ্ঞার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

গতকাল রফতানি নিয়ন্ত্রণ তালিকায় রাশিয়া ও উজবেকিস্তানের ১৩টি প্রতিষ্ঠানকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। বলা হচ্ছে, ওই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও চীনে নিষেধাজ্ঞা অমান্য করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ বলছে ওই দেশগুলোতে অবস্থিত কোম্পানিগুলো একাধিক ব্যবহারযোগ্য পণ্য রাশিয়ার কাছে পাঠিয়েছে। এর মধ্যে এমন সব উপকরণ রয়েছে যা অস্ত্র তৈরিতে মস্কোকে সাহায্য করে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়ার ওপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ০৬:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিস্তর বিধি-নিষেধ দেয়া হয়। খবর ভয়েস অব আমেরিকা।

এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো, রাশিয়ার ভবিষ্যৎ জ্বালানি শক্তির সক্ষমতা, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা এবং ইউক্রেনের সৈন্য ও সাজসরঞ্জামের জন্য ক্ষতিকর একটি আত্মঘাতী ড্রোন। তালিকায় রয়েছে শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, সর্বশেষ এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সাইবেরিয়ায় আর্কটিক-টু এলএনজি নামের বিশাল এক প্রকল্পের মালিকানা ও উন্নয়ন, তৎপরতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, ওই প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হবে।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর ব্যবহৃত কেইউবি-বিএলএ ও ল্যানসেট আত্মঘাতী ড্রোন এ নিষেধাজ্ঞার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

গতকাল রফতানি নিয়ন্ত্রণ তালিকায় রাশিয়া ও উজবেকিস্তানের ১৩টি প্রতিষ্ঠানকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। বলা হচ্ছে, ওই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও চীনে নিষেধাজ্ঞা অমান্য করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ বলছে ওই দেশগুলোতে অবস্থিত কোম্পানিগুলো একাধিক ব্যবহারযোগ্য পণ্য রাশিয়ার কাছে পাঠিয়েছে। এর মধ্যে এমন সব উপকরণ রয়েছে যা অস্ত্র তৈরিতে মস্কোকে সাহায্য করে।

হককথা/নাছরিন