রাত ৮ টার মধ্যে মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের

- প্রকাশের সময় : ০৩:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১০৯ বার পঠিত
ডনের খবরে জানানো হয়েছে, জ্বালানি সংকটের সমাধান করতে আরও কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পাক সরকার। এরমধ্যে আছে, আগামী বাজেটে জ্বালানি নীতিতে আমূল পরিবর্তন। এর উদ্দেশ্য হবে, বিদেশি জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একাধিক বৈঠকে বসেন কর্মকর্তাদের সঙ্গে। এরপরই তিনি নতুন এই পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেন। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সাংবাদিকদের বলেন যে, আগামী ১লা জুলাই থেকে নতুন এই নিয়ম চালু হবে। তিনি বলেন, আজ জ্বালানি সংরক্ষণের জন্য বেশ কিছুর পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।
এরমধ্যে আছে, রাত ৮ টার মধ্যে দোকান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলি বন্ধ করা, এলইডি লাইট ব্যবহারে উৎসাহিত করা, গিজারগুলির বিদ্যুৎ চাহিদা কমিয়ে আনতে এর উন্নয়ন নিশ্চিত করা। এতে করে পাকিস্তান বছরে এক বিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে। তবে মার্কেট দ্রুত বন্ধ করার জন্য সরকার এর আগেও উদ্যোগ নিয়েছিল। ব্যবসায়ীদের দাবি, সরকারের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা গতবারের মতো এবারও সরকারের ঘোষণার বিরোধিতা করছে। অল পাকিস্তান আঞ্জুমান-ই-তাজিরানের সভাপতি আজমল বালোচ এক বিবৃতিতে বলেছেন, চলতি মৌসুমে আমরা রাত ৮টার মধ্যে আমাদের দোকানপাট বন্ধ করব না। সরকার অতীতে এই ধরনের অনেক প্রচেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি যুক্তি দেন যে, মানুষ সাধারণত গ্রীষ্মের সময় দিনের বেলা কেনাকাটা করতে বেড়য় না। এসময় মূলত কেনাকাটার সর্বোচ্চ সময় শুরু হয় রাত ৮ টায়।
তবে পাকিস্তান সরকার বলছে জ্বালানি সাশ্রয় করা ছাড়া এই সংকট সমাধানের আর কোনো উপায় নেই। সৌদি আরব তেলের উৎপাদন এক মিলিয়ন ব্যারেল কমিয়ে দিয়েছে। ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে উন্নীত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। তাই তেলের ওপরে এভাবে নির্ভর করতে থাকলে পাকিস্তানের অর্থনীতি ঝুঁকিতে থেকে যাবে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা