নিউইয়র্ক ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাতভর কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া, অভিযোগ সিউলের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ২৭ বার পঠিত

উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাতভর কামানের গোলা নিক্ষেপেরঅ ভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সামুদ্রিক ‘বাফার জোনে’ প্রায় ৮০টি গোলা ছুড়েছে পিয়ংইয়ং।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পারমাণবিক পরীক্ষার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ অবস্থায় শনিবার পর্যন্ত বড় ধরনের যৌথ বিমান মহড়ার সময় বাড়িয়েছে দেশ দুটি। উত্তরের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ‘সংকল্পবদ্ধ ও সক্ষমতা’ প্রদর্শনের জন্য নতুন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে সিউল ও ওয়াশিংটন।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, ‘বাফার জোনে’ উত্তর কোরিয়ার লাগাতার গোলা নিক্ষেপ ২০১৮ সালের চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নিরসনের জন্যই ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করা হয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন পিয়ংইয়ংয়ের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণকে ‘অবৈধ এবং অস্থিতিশীল’ হিসাবে বর্ণনা করেন।

বুধ ও বৃহস্পতিবার দুই দিনে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এর মধ্যে একটি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূলে গিয়ে পড়ে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই পদক্ষেপকে ‘আঞ্চলিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা। এমনকি পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন তাঁরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়াকে ‘আক্রমণাত্মক ও উসকানিমূলক’ বলে দাবি করেছে পিয়ংইয়ং। এটি অব্যাহত থাকলে ওয়াশিংটন ও সিউলকে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূল্য দিতে হবে’ বলে হুমকি দিয়েছে দেশটি।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাতভর কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া, অভিযোগ সিউলের

প্রকাশের সময় : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাতভর কামানের গোলা নিক্ষেপেরঅ ভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সামুদ্রিক ‘বাফার জোনে’ প্রায় ৮০টি গোলা ছুড়েছে পিয়ংইয়ং।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পারমাণবিক পরীক্ষার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ অবস্থায় শনিবার পর্যন্ত বড় ধরনের যৌথ বিমান মহড়ার সময় বাড়িয়েছে দেশ দুটি। উত্তরের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ‘সংকল্পবদ্ধ ও সক্ষমতা’ প্রদর্শনের জন্য নতুন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে সিউল ও ওয়াশিংটন।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, ‘বাফার জোনে’ উত্তর কোরিয়ার লাগাতার গোলা নিক্ষেপ ২০১৮ সালের চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নিরসনের জন্যই ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করা হয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন পিয়ংইয়ংয়ের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণকে ‘অবৈধ এবং অস্থিতিশীল’ হিসাবে বর্ণনা করেন।

বুধ ও বৃহস্পতিবার দুই দিনে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এর মধ্যে একটি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূলে গিয়ে পড়ে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই পদক্ষেপকে ‘আঞ্চলিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা। এমনকি পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন তাঁরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়াকে ‘আক্রমণাত্মক ও উসকানিমূলক’ বলে দাবি করেছে পিয়ংইয়ং। এটি অব্যাহত থাকলে ওয়াশিংটন ও সিউলকে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূল্য দিতে হবে’ বলে হুমকি দিয়েছে দেশটি।