নিউইয়র্ক ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৩৩ বার পঠিত

ব্যবসার জন্য রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইস। হবু স্বামী ডুরেক ভেরেটের সঙ্গে যৌথভাবে ওষুধ ব্যবসার কাজে মন দিতে চান তিনি। ডুরেক একজন স্বঘোষিত আধ্যাত্মিক গুরু।

রাজকুমারী মার্থা তার রাজ উপাধি রেখেছেন। শুধু ব্যক্তিগতভাবে ব্যবসা করবেন বলে রাজদায়িত্ব ছেড়েছেন। তার হবু স্বামী ডুরেক ক্যান্সারসহ চিকিৎসা ক্ষেত্রের নানা বিষয় নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। খবর এএফপির

নরওয়ের রয়্যাল হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজকুমারী মার্থা লুইস বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন। এ কারণে রাজ পরিবারের সরকারি দায়িত্ব ও তার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে মার্থা রাজদায়িত্ব ত্যাগ করেছেন। তবে রাজা পঞ্চম হ্যারল্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্থার রাজ উপাধি আগের মতোই থাকবে। ৫১ বছর বয়সী রাজকুমারী মার্থা এর আগে সঠিকভাবে তার রাজদায়িত্ব পালন করেছেন।

মার্থার হবু স্বামী ডুরেককে একজন দুর্দান্ত মানুষ হিসেবে বর্ণনা করে রাজা পঞ্চম হ্যারল্ড বলেছেন, তার সঙ্গে থাকা খুব আনন্দের। রাজা বলেন, তার ভেতরে হাস্যরস আছে। এই কঠিন সময়েও তার কারণে আমরা মন খুলে হাসতে পেরেছি। আমার ধারণা, তার সঙ্গে আমাদের বোঝাপড়াটা দারুণ হয়েছে। যে কোনো বিষয়ে আমরা তাঁর সঙ্গে সহজেই দ্বিমত বা সম্মতি পোষণ করতে পেরেছি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী

প্রকাশের সময় : ০৩:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

ব্যবসার জন্য রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইস। হবু স্বামী ডুরেক ভেরেটের সঙ্গে যৌথভাবে ওষুধ ব্যবসার কাজে মন দিতে চান তিনি। ডুরেক একজন স্বঘোষিত আধ্যাত্মিক গুরু।

রাজকুমারী মার্থা তার রাজ উপাধি রেখেছেন। শুধু ব্যক্তিগতভাবে ব্যবসা করবেন বলে রাজদায়িত্ব ছেড়েছেন। তার হবু স্বামী ডুরেক ক্যান্সারসহ চিকিৎসা ক্ষেত্রের নানা বিষয় নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। খবর এএফপির

নরওয়ের রয়্যাল হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজকুমারী মার্থা লুইস বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন। এ কারণে রাজ পরিবারের সরকারি দায়িত্ব ও তার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে মার্থা রাজদায়িত্ব ত্যাগ করেছেন। তবে রাজা পঞ্চম হ্যারল্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্থার রাজ উপাধি আগের মতোই থাকবে। ৫১ বছর বয়সী রাজকুমারী মার্থা এর আগে সঠিকভাবে তার রাজদায়িত্ব পালন করেছেন।

মার্থার হবু স্বামী ডুরেককে একজন দুর্দান্ত মানুষ হিসেবে বর্ণনা করে রাজা পঞ্চম হ্যারল্ড বলেছেন, তার সঙ্গে থাকা খুব আনন্দের। রাজা বলেন, তার ভেতরে হাস্যরস আছে। এই কঠিন সময়েও তার কারণে আমরা মন খুলে হাসতে পেরেছি। আমার ধারণা, তার সঙ্গে আমাদের বোঝাপড়াটা দারুণ হয়েছে। যে কোনো বিষয়ে আমরা তাঁর সঙ্গে সহজেই দ্বিমত বা সম্মতি পোষণ করতে পেরেছি।