নিউইয়র্ক ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রকেট হামলা, অল্পের জন্য রক্ষা পেল যুক্তরাষ্ট্রের দূতাবাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / ৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অতি সুরক্ষিত গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে, যার একটি সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) সকালে এ রকেট হামলা হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোনকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা। দ্বিতীয় রকেটটি পড়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ৫০০ মিটার দূরে।

বাগদাদের গ্রিন জোনে বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছে ইরান সমর্থিতরা এ হামলা চালাচ্ছে। যদিও এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রকেট হামলা, অল্পের জন্য রক্ষা পেল যুক্তরাষ্ট্রের দূতাবাস

প্রকাশের সময় : ০৫:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অতি সুরক্ষিত গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে, যার একটি সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) সকালে এ রকেট হামলা হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোনকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা। দ্বিতীয় রকেটটি পড়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ৫০০ মিটার দূরে।

বাগদাদের গ্রিন জোনে বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছে ইরান সমর্থিতরা এ হামলা চালাচ্ছে। যদিও এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।