যুদ্ধ চালিয়ে গেলে ইউক্রেন সব হারাবে : লুকাশেঙ্কো

- প্রকাশের সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ৭৩ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে একপর্যায়ে নিজের সব অঞ্চলই হারিয়ে ফেলবে। এমন সতর্ক বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিবেশী বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার ইউক্রেনীয় সাংবাদিক ডায়ানা পানচেঙ্কোকে একটি সাক্ষাৎকার দেন বেলারুশের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ইউক্রেনের অলিগার্কদের হাতে দেশটি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।
লুকাশেঙ্কোর সাক্ষাৎকার নিতে বেলারুশের রাজধানী মিনস্কে গিয়েছিলেন সাংবাদিক ডায়ানা। তিনি লুকাশেঙ্কোকে জিজ্ঞাসা করেন যে, ইউক্রেনের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কী করা উচিত? উত্তরে লুকাশেঙ্কো বলেন, দেশটির উচিত সবার আগে যুদ্ধ শেষ করা। তাদের যদি দনবাস, খেরসন ও জাপোরিশিয়ার ফেরত পেতেই হয়, তাও তাদের উচিত যুদ্ধ বন্ধ করে অন্য রাস্তায় চেষ্টা করা। যুদ্ধ করে এসব ফিরে পাবে না ইউক্রেন। উল্টো তারা রাশিয়ার কাছে আরও নতুন নতুন অঞ্চল হারাবে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়। তবে ওই ভোটকে স্বীকৃতি দেয় না ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। সাক্ষাৎকারে মানচিত্রের দিকে ইঙ্গিত করে লুকাশেঙ্কো বলেন, রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীকে চূর্ণ করে দেবে।
এরপর তারা ওডেসা বন্দর দখল করে নেবে। ইউক্রেন তখন সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডলকড দেশে পরিণত হবে। পোল্যান্ড এই সুযোগে ইউক্রেনের পশ্চিমাঞ্চল দখল করে নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন লুকাশেঙ্কো। ফলে ইউক্রেনের আর কোনো অস্তিত্বই থাকবে না। লুকাশেঙ্কো আরও বলেন, রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনে তার সামরিক অভিযানের প্রধান লক্ষ্যগুলো অর্জন করেছে। এই যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন রাশিয়ার প্রতি আর আগ্রাসী হবে না। ইউক্রেন আগের থেকে অনেক ভিন্ন হবে।
হককথা/নাছরিন