নিউইয়র্ক ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত : রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / ১৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এছাড়া দেশটির সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ।
স্থানীয় সময় গতকাল শনিবার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কোনাশেঙ্কভ বলেন, যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা যে ক্ষতির মুখে পড়েছেন, তার নির্ভরযোগ্য হিসাব রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের বাসিন্দাদের কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত শুক্রবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া এ পরিসংখ্যানকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে কোনাশেঙ্কোভ বলেন, রুশ অভিযানে শুধু মারিওপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
কোনাশেঙ্কভের দেওয়া হিসাব অনুযায়ী, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৪টি উড়োজাহাজ, ৪৬০টি ড্রোন (চালকবিহীন বিমান), ২৪৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ২ হাজার ২৬৯টি ট্যাংক ও অন্যান্য সামরিক যান, ২৫২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, ৯৮৭টি কামান ও মর্টার এবং ২ হাজার ১৫৮টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হামলায় ইউক্রেনের সেনাবাহিনীকে রসদ সরবরাহে নিয়োজিত একটি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। ওই উড়োজাহাজে করে ইউক্রেনের ওডেসা শহরের কাছে বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র নেওয়া হচ্ছিল। এছাড়া ইউক্রেনের ১৫টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীর ডারনিতস্কি শহরতলীতে শনিবার ভোর রাতে তিনটি বিস্ফোরণ হয়েছে। কমপক্ষে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
রুশ এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কিয়েভের প্রান্তে ট্যাংক ও সাঁজোয়া যান তৈরির একটি কারখানায়। শুক্রবার রাতেও কিয়েভের খুব কাছে একটি অস্ত্র তৈরির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই কারখানায় নেপচুন নামে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি হয়; ওই ক্ষেপণাস্ত্রের আঘাতেই বৃহস্পতিবার কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যায় বলে জোর ধারণা করা হচ্ছে।
মস্কভা ডুবে যাবার পর রাশিয়া প্রায় দুই সপ্তাহ বিরতির পর নতুন করে ইউক্রেনের রাজধানীতে পর পর দুদিন ক্ষেপণাস্ত্র হামলা চালালো। কিয়েভের মেয়র নগরবাসীদের সতর্ক করেছেন এমন আরো হামলা হতে পারে।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভেও বিস্ফোরণ হয়েছে। আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি জানিয়েছে, ভোর পৌনে ৬টা থেকে সকাল ৭টার ভেতর বিমান হামলা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, কিন্তু হামলার টার্গেট কী ছিল বা কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। -বিবিসি, আল জাজিরা
হককখা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত : রাশিয়া

প্রকাশের সময় : ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এছাড়া দেশটির সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ।
স্থানীয় সময় গতকাল শনিবার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কোনাশেঙ্কভ বলেন, যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা যে ক্ষতির মুখে পড়েছেন, তার নির্ভরযোগ্য হিসাব রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের বাসিন্দাদের কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত শুক্রবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া এ পরিসংখ্যানকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে কোনাশেঙ্কোভ বলেন, রুশ অভিযানে শুধু মারিওপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
কোনাশেঙ্কভের দেওয়া হিসাব অনুযায়ী, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৪টি উড়োজাহাজ, ৪৬০টি ড্রোন (চালকবিহীন বিমান), ২৪৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ২ হাজার ২৬৯টি ট্যাংক ও অন্যান্য সামরিক যান, ২৫২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, ৯৮৭টি কামান ও মর্টার এবং ২ হাজার ১৫৮টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হামলায় ইউক্রেনের সেনাবাহিনীকে রসদ সরবরাহে নিয়োজিত একটি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। ওই উড়োজাহাজে করে ইউক্রেনের ওডেসা শহরের কাছে বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র নেওয়া হচ্ছিল। এছাড়া ইউক্রেনের ১৫টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীর ডারনিতস্কি শহরতলীতে শনিবার ভোর রাতে তিনটি বিস্ফোরণ হয়েছে। কমপক্ষে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
রুশ এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কিয়েভের প্রান্তে ট্যাংক ও সাঁজোয়া যান তৈরির একটি কারখানায়। শুক্রবার রাতেও কিয়েভের খুব কাছে একটি অস্ত্র তৈরির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই কারখানায় নেপচুন নামে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি হয়; ওই ক্ষেপণাস্ত্রের আঘাতেই বৃহস্পতিবার কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যায় বলে জোর ধারণা করা হচ্ছে।
মস্কভা ডুবে যাবার পর রাশিয়া প্রায় দুই সপ্তাহ বিরতির পর নতুন করে ইউক্রেনের রাজধানীতে পর পর দুদিন ক্ষেপণাস্ত্র হামলা চালালো। কিয়েভের মেয়র নগরবাসীদের সতর্ক করেছেন এমন আরো হামলা হতে পারে।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভেও বিস্ফোরণ হয়েছে। আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি জানিয়েছে, ভোর পৌনে ৬টা থেকে সকাল ৭টার ভেতর বিমান হামলা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, কিন্তু হামলার টার্গেট কী ছিল বা কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। -বিবিসি, আল জাজিরা
হককখা/এমউএ