যুদ্ধের মধ্যেই হাসপাতালে ফিলিস্তিনি দুই চিকিৎসকের বিয়ে
- প্রকাশের সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৩৯ বার পঠিত
গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসক থায়ের দাবাবেশ তার বাগদত্তা আসমা জাবেরকে বিয়ে করেছেন। হাসপাতালের মধ্যেই ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ৭ই অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি বর্বরতার মধ্যে একসঙ্গে কাজ করে চলেছেন এই দুই স্বামী-স্ত্রী।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এই দুই চিকিৎসকের বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বর মাসে। কিন্তু ইসরাইলি হামলায় তাদের বাড়ি আক্রান্ত হওয়ায় এ বিয়ে পিছিয়ে দেয়া হয়। কিন্তু পাঁচ মাস পাড় হয়ে গেলেও থামছে না ইসরাইলের হত্যাযজ্ঞ। এমন অবস্থায় হাসপাতালেই বিয়ে করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই জন।
গাজা সিটির পশ্চিমে অবস্থিত আল-শিফা হাসপাতালে হয় ওই বিয়ের অনুষ্ঠান। ইসরাইলি হামলায় ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার। ফলে চিকিৎসকদেরও বিশ্রামহীনভাবে কাজ করে যেতে হচ্ছে। এই বিয়ের কারণে তারাও একটু আনন্দের সুযোগ পেলেন।
তবে বিয়েতে অংশ নিতে পারেননি আসমার পরিবার। তারা প্রাণ বাঁচাতে গাজার দক্ষিণ দিকে পালিয়ে গেছেন। সূত্র : মানবজমিন।





















