যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয়ে কাজ না করার ঘোষণা চীনের

- প্রকাশের সময় : ০৩:৩৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / ৬৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা দেওয়া হয়েছে তারা কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কাজ করবে না। যার মধ্যে রয়েছে জলবায়ু সংক্রান্ত বিষয়ও।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীন জলবায়ু আলোচনা, চীন-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসায় পাল্টা ব্যবস্থা হিসেবে এসব কঠোর সিদ্ধান্ত নিয়েছে চীন।
তাছাড়া চীনের সরকার যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার সিজিটিএনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
কয়েকবার না করার পরও বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপে সফর করায় ন্যান্সি পেলোসি ও তার কাছের আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে চীন।
তবে তার ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি। সূত্র: দ্য গার্ডিয়ান
হককথা/এমউএ