যুক্তরাষ্ট্রের অর্ধকোটি অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা ওবামার
- প্রকাশের সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪
- / ৮৩৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধ কোটি অবৈধ (আনডকুমেন্টডেট) অভিবাসীকে বৈধতা দেয়ার যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট তার ঘোষণায় বৈধ কাগজপত্রের অভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার অপেক্ষায় থাকা ৪৭ লাখ অবৈধ অভিবাসীর বহিষ্কার স্থগিত করে তাদের শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেয়ার কথা বলেন। ওবামার ঘোষণা অনুযায়ী যে সব অবৈধ অভিবাসী শিশু অবস্থায় তাদের পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলো তারা থাকার অনুমতি পাবেন। পাশাপাশি বৈধ কাগজপত্রহীন শিশুদের পিতামাতারাও শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই তাদের পূর্বের অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, ইউএস সিনেট ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ট রিপাবলিকানদের চরম বিরোধীতার মুখে অবশেষে প্রেসিডেন্ট ওবামা তার ‘নির্বাহী আদেশ’ বলে আনডকুমেন্টডেটদের বৈধতার সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট ওবামার ভাষণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত আনডকুমেন্টডেটদের বৈধতার প্রশ্নে সৃষ্ট নানা জল্পনা-কল্পনার অবসান ঘটলো।
নিউইয়র্ক সময় ২০ নভেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যা ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটা) রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত ‘প্রাইম টাইম টিভি ভাষণে’ মি. ওবামা এ ঘোষণা দেন। ১৫ মিনিট স্থায়ী ভাষনটি হোয়াইট হাউজের ওভাল অফিসের ইস্ট রুম থেকে প্রচার করা হয়।
প্রেসিডেন্ট তার ভাষণে একই সঙ্গে তার অভিবাসন নীতি প্রসঙ্গে ইউএস সিন্টে ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ট বিরোধী রিপাবলিকানদের অভিযোগও খন্ডন করেন। রিপাবলিকানদের অভিযোগ কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ওবামা নিজের ইচ্ছানুযায়ী অভিবাসন নীতি বাস্তবায়ন করছেন। ওবামা বলেন, গণ সাধারণ ক্ষমা অশোভন, আবার গণহারে বহিষ্কার একদিকে যেমন অসম্ভব এবং তেমনি আমাদের জাতীয় চরিত্রের বিপরীত। আমাদের দায়িত্বশীলতা, সাধারণ মূল্যবোধ এবং মধ্যবর্তী পদক্ষেপের পথ গ্রহণ করতে হবে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পদ্ধতি সহজতর করতে চাই। তিনি বলেন, ‘ইমিগ্র্যান্টদের বৈধতার ব্যাপারে যারা প্রশ্ন তোলেন, কেন কংগ্রেস বিল পাস সম্ভব হলো না- এর কোন উত্তর আমার জানা নেই, পাস বিল’।
এদিকে প্রেসিডেন্ট ওবামার এই পদক্ষেপে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার নতুন করে রশি টানাটানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণই হাতে নিয়েছে রিপাবলিকানরা। প্রথম থেকেই ওবামার অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে তারা। কিন্তু রিপাবলিকানদের বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নির্বাহী ক্ষমতার জোরেই অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার এ ঘোষণা দেন ওবামা।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আই হ্যাড প্রমিজ’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই অভিবাসীদের দেশ ছিলো এবং অভিবাসীদের দেশ থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ কোটি দশ লাখ অবৈধ অভিবাসী আছে বলে ধারণা করা হয়।
টিভি ভাষণে একই সঙ্গে অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে কঠোর নজরদারীর ঘোষণা দেন ওবামা। তিনি বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদের নিশ্চিতভাবে ধরা পড়ে স্বদেশে ফেরত যেতে হবে।
এদিকে ওবামার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণার পরপরই তার ভাষণ নিয়ে সর্বত্রই আলোচনা শুরু হয়েছে। নানা বিশ্লেষন চলছে ইলেক্টনিক মিডিয়াগুলোতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রেসিডেন্ট ওবামার নতুন সিদ্ধান্তের ফলে সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক ক্ষতি’ কিছুটা হলেও পুষিয়ে উঠা সম্ভব হবে। প্রেসিডেন্টের সিদ্ধান্ত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থীর পক্ষে বিশেষ প্রভাব ফেলবে বলেও ধারনা করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ হককথাডটকম-কে বলেন, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশের ফলে আনডকুমেন্টডেট অভিবাসীদের বৈধতার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত হলেও অনেক বাংলাদেশী অভিবাসীর পক্ষেই এই সুযোগ গ্রহণ করা সম্ভব হবে না। তারপরও অনেক বাংলাদেশী সুযোগটি গ্রহণ করতে পারবেন এবং যুক্তরাষ্ট্রে পূর্ণ বৈধভাবে বসবাসের প্রত্যাশিত ফল পাবেন। পাশাপাশি শর্ত মেনে যারা সুযোগটি নিতে পারবেন না তাদের ডিপোর্টেশন প্রক্রিয়া তড়ান্বিত হবে বলে শংকা প্রকাশ করেন ঐ ইমিগ্রেশন বিশেষজ্ঞ।