নিউইয়র্ক ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মোদির যুক্তরাষ্ট্র সফর : বাইডেনকে ৭৫ আমেরিকান আইনপ্রণেতার চিঠি : মানবাধিকার নিয়ে প্রশ্ন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০০ বার পঠিত

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক ডজন সহকর্মী ডেমোক্র্যাট তাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য অনুরোধ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স ও হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৭৫ জন ডেমোক্র্যাটিক সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্য (ইউএস কংগ্রেস) ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।
আমেরিকান আইনপ্রণেতারা জানান, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদপত্রের স্বাধীনতা, ইন্টারনেটে প্রবেশাধিকার এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে টার্গেট করার বিষয়ে তারা উদ্বিগ্ন।
সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং রিপ্রেজেনটেটিভ প্রমিলা জয়পালের নেতৃত্বে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট ভারতীয় নেতা বা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি না। এটা ভারতের জনগণের (নিজেদের) সিদ্ধান্ত। কিন্তু আমরা সেইসব গুরুত্বপূর্ণ নীতিগুলোর সমর্থনে দাঁড়িয়েছি, যেগুলো আমেরিকান পররাষ্ট্র নীতির মূল অংশ হওয়া উচিত।
চিঠিতে লেখা হয়, প্রধানমন্ত্রী মোদির সাথে আপনার সাক্ষাতের সময় আপনি যেন আমাদের দুই মহান দেশের মধ্যে একটি সফল, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেন, আমরা সেটাই চাই।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মোদির যুক্তরাষ্ট্র সফর : বাইডেনকে ৭৫ আমেরিকান আইনপ্রণেতার চিঠি : মানবাধিকার নিয়ে প্রশ্ন

প্রকাশের সময় : ১২:৪২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক ডজন সহকর্মী ডেমোক্র্যাট তাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য অনুরোধ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স ও হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৭৫ জন ডেমোক্র্যাটিক সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্য (ইউএস কংগ্রেস) ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।
আমেরিকান আইনপ্রণেতারা জানান, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদপত্রের স্বাধীনতা, ইন্টারনেটে প্রবেশাধিকার এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে টার্গেট করার বিষয়ে তারা উদ্বিগ্ন।
সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং রিপ্রেজেনটেটিভ প্রমিলা জয়পালের নেতৃত্বে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট ভারতীয় নেতা বা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি না। এটা ভারতের জনগণের (নিজেদের) সিদ্ধান্ত। কিন্তু আমরা সেইসব গুরুত্বপূর্ণ নীতিগুলোর সমর্থনে দাঁড়িয়েছি, যেগুলো আমেরিকান পররাষ্ট্র নীতির মূল অংশ হওয়া উচিত।
চিঠিতে লেখা হয়, প্রধানমন্ত্রী মোদির সাথে আপনার সাক্ষাতের সময় আপনি যেন আমাদের দুই মহান দেশের মধ্যে একটি সফল, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেন, আমরা সেটাই চাই।