নিউইয়র্ক ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেক্সিকোতে অভিবাসী বন্দিশিবিরে আগুনে নিহত ৪০

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১৪৪ বার পঠিত

মেক্সিকোরএ কটি অভিবাসী বন্দিশিবিরে আগুন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী বন্দিশিবিরে আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউট (আইএনএম)।

কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রত্যাবাসন নিয়ে বিক্ষোভের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের বিপরীতে অবস্থিত ওই বন্দিশিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ধারণা করছে, অভিবাসীরা বিছানার চাদরে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করলে আগুনের সূত্রপাত হয়।

আরোও পড়ুন। পাকিস্তানে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করল পার্লামেন্ট

এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, তারা ভাবেননি এটি এমন ভয়াবহ ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, ওই বন্দিশিবিরে থাকা অধিকাংশ অভিবাসী ছিলেন মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার। যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া অনেক অভিবাসী সিউদাদ জুয়ারেজ শহরে আটক রয়েছেন। মেক্সিকো থেকে প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এদের অধিকাংশই আসে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেক্সিকোতে অভিবাসী বন্দিশিবিরে আগুনে নিহত ৪০

প্রকাশের সময় : ০১:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী বন্দিশিবিরে আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউট (আইএনএম)।

কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রত্যাবাসন নিয়ে বিক্ষোভের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের বিপরীতে অবস্থিত ওই বন্দিশিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ধারণা করছে, অভিবাসীরা বিছানার চাদরে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করলে আগুনের সূত্রপাত হয়।

আরোও পড়ুন। পাকিস্তানে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করল পার্লামেন্ট

এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, তারা ভাবেননি এটি এমন ভয়াবহ ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, ওই বন্দিশিবিরে থাকা অধিকাংশ অভিবাসী ছিলেন মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার। যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া অনেক অভিবাসী সিউদাদ জুয়ারেজ শহরে আটক রয়েছেন। মেক্সিকো থেকে প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এদের অধিকাংশই আসে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে।
সুমি/হককথা