মিয়ানমারে সহিংসতা বৃদ্ধি: নিরাপত্তা পরিষদের উদ্বেগ
- প্রকাশের সময় : ১২:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ৩২ বার পঠিত
মিয়ানমারজুড়ে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারজুড়ে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সম্মতি পাওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির বিষয়ে গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থ অনুসারে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণে উৎসাহিত করেছে।
এছাড়া দেশটিতে সংকটাপন্ন সব মানুষের কাছে পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধামুক্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ প্রদান এবং ত্রাণ ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে ক্রমেই ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে দেশটির সামরিক বাহিনী