‘মা তোমাকে ভালোবাসি, আমরা মরতে যাচ্ছি’

- প্রকাশের সময় : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ৬১ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : চারদিকে আগুন। মাঝখানে আটকে আছেন ২৮ বছরের এক নারী। বের হওয়ার পথ নেই। সাহায্যের জন্যও কোথাও কেউ নেই। মৃত্যু যেন চোখের সামনে।
এমন সময় তার মাকে একটি ভয়েস মেসেজ পাঠান ওই নারী। তিনি বলেন, মা তোমাকে ভালোবাসি। আমরা মরতে যাচ্ছি।
রোববার স্পেনে একটি জন্মদিনের পার্টিতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পার্টিতে অগ্নিকাণ্ডে ১৩ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, একটি পরিবারের প্রায় সবাই মারা গেছেন।
স্পেনের মার্সিয়া শহরের ‘ফন্ডা মিলাগ্রোস’ নামক নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ওই ক্লাবসহ তিনটি ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা। একটি কক্ষে এখনো টেবিলে সাজানো আছে মদের বোতল। ঠিক কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।
মার্সিয়ার মেয়র বলেছেন, এ অগ্নিকাণ্ডের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তবে তাকে যথাযথ বিচারের আওতায় আনা হবে।
সূত্র : যুগান্তর