নিউইয়র্ক ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মালয়েশিয়ায় অচলাবস্থার অবসান, নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / ৯৪ বার পঠিত

মালয়েশিয়ায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে চলমান অচলাবস্থার অবসান হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির রাজা সুলতানের প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ শপথ পাঠ করাবেন।

এর আগে সকালে মালয়েশিয়ার শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ রক্ষায় সংসদ সদস্যদের মধ্যে জোটের আহ্বান জানান দেশটির রাজা।

শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠিত হওয়া নিয়ে বিলম্ব হয়।

এবারের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সর্বোচ্চ ৮২টি এবং ইসমাইল ইয়াকোবের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল জোট ৩০টি আসনে জয়ী হয়। অন্যদিকে মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ৭৩টি আসনে জয় পায়। মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে সংসদের ২২২টি আসনের মধ্যে অন্তত ১১২টি আসনে জয় পেতে হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অচলাবস্থার অবসান, নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রকাশের সময় : ০২:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

মালয়েশিয়ায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে চলমান অচলাবস্থার অবসান হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির রাজা সুলতানের প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ শপথ পাঠ করাবেন।

এর আগে সকালে মালয়েশিয়ার শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ রক্ষায় সংসদ সদস্যদের মধ্যে জোটের আহ্বান জানান দেশটির রাজা।

শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠিত হওয়া নিয়ে বিলম্ব হয়।

এবারের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সর্বোচ্চ ৮২টি এবং ইসমাইল ইয়াকোবের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল জোট ৩০টি আসনে জয়ী হয়। অন্যদিকে মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ৭৩টি আসনে জয় পায়। মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে সংসদের ২২২টি আসনের মধ্যে অন্তত ১১২টি আসনে জয় পেতে হয়।