নিউইয়র্ক ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মরুভূমির প্রান্তর ছেয়ে রয়েছে বরফে, ছবি ভাইরাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • / ৭৬ বার পঠিত

সাহারা মরুভূমিতে (Sahara Desert) এই মাসের শুরুতে সৌদি আরবের উত্তর পশ্চিম এলাকায় আবহাওয়া খুব খারাপ ছিল, যার পর বরফপাত Snowfall In Sahara Desertশুরু হয়৷ তাপমাত্রা এখন দ্রুত নিচে নামছিল৷

সাহারা : সৌদি আরবেবর (Saudi Arabia) ওয়দ্র শহরের মরুভূমিতে ফের তুষারপাত হচ্ছে৷ এর আগেও সাহারা মরুভূমিতে বরফ পড়ার ঘটনা ঘটেছে৷ ফের একবার সৌদি আরবের বিখ্যাত মরভূমি (Saudi Arabia Desert) সাহারায় বরফ (Snowfall In Sahara Desert)পড়ার ঘটনা ঘটল৷ মরুভূমিতে এভাবে তুষারপাতের ঘটনায় ফের একবার লোকজন দারুণ মজা পেয়েছেন৷
সাহারা মরুভূমিতে (Sahara Desert) এই মাসের শুরুতে সৌদি আরবের উত্তর পশ্চিম এলাকায় আবহাওয়া খুব খারাপ ছিল, যার পর বরফপাত Snowfall In Sahara Desertশুরু হয়৷ তাপমাত্রা এখন দ্রুত নিচে নামছিল৷ ড্রোন থেকে তোলা ছবিতে দেখা গেছে ওয়াদ্র শহরের মরুভূমির পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে৷
তাম্বুকের কাছে স্থিত অল লার্জ পর্বতে হাজারের সংখ্যায় বহু পর্যটক ভিড় জমান৷ গত বছর ফেব্রুযারিতেও বরফ পড়েছিল৷ সে সময় ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছল সেই তুষারপাত৷
BBC – র রিপোর্ট অনুযায়ি সৌদি আরবের সরকারি নিউজ এজেন্সি এসপিএ বরফের চাদরের নিচে ঢাকা গাড়ির ছবি পোস্ট করে৷ ভিডিও প্রচুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সেখানে প্রচুর মানুষকে বরফ নিয়ে আনন্দ করতে দেখা যাচ্ছে৷ জবল-অল লাবজ, জবল অল তাহির, এবং জবল অলকান পাহাড় পুরো বরফে ঢেকে গেছে৷
আরবের খবরের কাগজ অনুযায়ি তিন সপ্তাহ ধরে বরফপাত হয়েছে৷ জবল অল লাবজের পাহাড়কে আমন্ড পাহাড়ও বলে৷ কারণ এখানে প্রচুর বাদাম গাছ আছে৷এই এলাকায় আলাদা আলাদা সময়ে তুষারপাত হয়েছে৷ এটা জর্ডন সীমান্তের কাছে রয়েছে৷ এখানে বরফ যখন গলে তখন দারুণ দেখতে লাগে৷
নভেম্বর ২০১৬ -এ সৌদি আরবে বরফের তুফান হচ্ছে৷ যাতে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নিচে নামছে৷ সৌদি আরবে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে৷
হককথা/এসএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মরুভূমির প্রান্তর ছেয়ে রয়েছে বরফে, ছবি ভাইরাল

প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

সাহারা মরুভূমিতে (Sahara Desert) এই মাসের শুরুতে সৌদি আরবের উত্তর পশ্চিম এলাকায় আবহাওয়া খুব খারাপ ছিল, যার পর বরফপাত Snowfall In Sahara Desertশুরু হয়৷ তাপমাত্রা এখন দ্রুত নিচে নামছিল৷

সাহারা : সৌদি আরবেবর (Saudi Arabia) ওয়দ্র শহরের মরুভূমিতে ফের তুষারপাত হচ্ছে৷ এর আগেও সাহারা মরুভূমিতে বরফ পড়ার ঘটনা ঘটেছে৷ ফের একবার সৌদি আরবের বিখ্যাত মরভূমি (Saudi Arabia Desert) সাহারায় বরফ (Snowfall In Sahara Desert)পড়ার ঘটনা ঘটল৷ মরুভূমিতে এভাবে তুষারপাতের ঘটনায় ফের একবার লোকজন দারুণ মজা পেয়েছেন৷
সাহারা মরুভূমিতে (Sahara Desert) এই মাসের শুরুতে সৌদি আরবের উত্তর পশ্চিম এলাকায় আবহাওয়া খুব খারাপ ছিল, যার পর বরফপাত Snowfall In Sahara Desertশুরু হয়৷ তাপমাত্রা এখন দ্রুত নিচে নামছিল৷ ড্রোন থেকে তোলা ছবিতে দেখা গেছে ওয়াদ্র শহরের মরুভূমির পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে৷
তাম্বুকের কাছে স্থিত অল লার্জ পর্বতে হাজারের সংখ্যায় বহু পর্যটক ভিড় জমান৷ গত বছর ফেব্রুযারিতেও বরফ পড়েছিল৷ সে সময় ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছল সেই তুষারপাত৷
BBC – র রিপোর্ট অনুযায়ি সৌদি আরবের সরকারি নিউজ এজেন্সি এসপিএ বরফের চাদরের নিচে ঢাকা গাড়ির ছবি পোস্ট করে৷ ভিডিও প্রচুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সেখানে প্রচুর মানুষকে বরফ নিয়ে আনন্দ করতে দেখা যাচ্ছে৷ জবল-অল লাবজ, জবল অল তাহির, এবং জবল অলকান পাহাড় পুরো বরফে ঢেকে গেছে৷
আরবের খবরের কাগজ অনুযায়ি তিন সপ্তাহ ধরে বরফপাত হয়েছে৷ জবল অল লাবজের পাহাড়কে আমন্ড পাহাড়ও বলে৷ কারণ এখানে প্রচুর বাদাম গাছ আছে৷এই এলাকায় আলাদা আলাদা সময়ে তুষারপাত হয়েছে৷ এটা জর্ডন সীমান্তের কাছে রয়েছে৷ এখানে বরফ যখন গলে তখন দারুণ দেখতে লাগে৷
নভেম্বর ২০১৬ -এ সৌদি আরবে বরফের তুফান হচ্ছে৷ যাতে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নিচে নামছে৷ সৌদি আরবে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে৷
হককথা/এসএ