মমতার সাহিত্যে পুরস্কার পাওয়ার বিষয়টি ‘ন্যাক্কারজনক’: রত্না

- প্রকাশের সময় : ০২:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ৭৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ‘কবিতা বিতান’ বইটির জন্য গত সোমবার (৯ মে) বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরস্কার পেয়েছেন। তাকে পুরস্কার প্রদানের বিষয়টিকে ‘ন্যাক্কারজনক’ বলে উল্লেখ্য করেছেন ২০১৯ সালে ‘অন্নদাশঙ্কর স্মারক’ সম্মান পাওয়া বিশিষ্ট লেখক ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।
একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কারে প্রদানের প্রতিবাদে এই গুণী সাহিত্যিক নিজের স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে ৩০টির মতো পুরস্কার জয়ী রত্না রশিদ বলেন, ‘বাংলা অ্যাকাডেমির এই যে অবিবেচক সিদ্ধান্ত তার প্রতিবাদে আমি আমার পাওয়া সম্মান ফেরত দিচ্ছি। বই থাকলেই কি পুরস্কার পাওয়া যায়? বইয়ের তো একটা মান থাকতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং একজন সম্মানীয় মানুষ। ওনার কাছে আরেকটু পরিণত সিদ্ধান্ত আশা করেছিলাম। ওনাকে এরকম একটা পুরস্কার দেওয়া হলেও উনি তা নেবেন কেন?’
তিনি আরো বলেন, সাহিত্যের মানদণ্ড বিচার করেই পুরস্কার দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে যেভাবে বাংলা অ্যাকাডেমি পুরস্কার দিয়েছে বিষয়টি অত্যন্ত খারাপ হয়েছে। এ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, শ্রম দেন তাদেরকে অপমান করা হয়েছে।
হককথা/এমউএ