নিউইয়র্ক ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মমতার উপস্থিতিতেই তৃণমূলে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • / ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। খবর আনন্দবাজার অনলাইনের।

আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছানো শুরু করেছে তৃণমূল। ইতোমধ্যেই গোয়ার আরও এক সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সংসদ সদস্য।

এ ছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী নাসিফা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালে। এ পরিস্থিতিতে আলেমাও যোগ দেয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে- এমনটাই মনে করেছ দল।

কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট। সে প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়ে হাত ধরে। ২০১৪ সালে তৃণমূলে প্রার্থীও হয়েছিলেন। সেবার তিনি হেরেছিলেন। এরপর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন শরদ পাওয়ারের এনসিপিতে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মমতার উপস্থিতিতেই তৃণমূলে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। খবর আনন্দবাজার অনলাইনের।

আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছানো শুরু করেছে তৃণমূল। ইতোমধ্যেই গোয়ার আরও এক সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সংসদ সদস্য।

এ ছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী নাসিফা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালে। এ পরিস্থিতিতে আলেমাও যোগ দেয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে- এমনটাই মনে করেছ দল।

কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট। সে প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়ে হাত ধরে। ২০১৪ সালে তৃণমূলে প্রার্থীও হয়েছিলেন। সেবার তিনি হেরেছিলেন। এরপর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন শরদ পাওয়ারের এনসিপিতে।