নিউইয়র্ক ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ৬১ বার পঠিত

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক  ডেস্ক :  আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ন্যাটোতে যোগ দিতে চলেছে ফিনল্যান্ড। আজ সোমবার (৩ এপ্রিল) এমনটাই জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।ব্রাসেলসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা ন্যাটোর সদরদপ্তরে ফিনিশ পতাকা উত্তোলন করব। এটি হবে ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক অঞ্চলের নিরাপত্তা ও সার্বিকভাবে ন্যাটোর জন্য একটি দারুণ দিন।’

আরোও পড়ুন। ন্যাটোতে ফিনল্যান্ডকে যোগদানের সুযোগ দিয়েছে তুরস্ক ও হাঙ্গেরি

ফিনল্যান্ডের এ পদক্ষেপের ফলে দেশটি আরও নিরাপদ এবং ন্যাটো আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। বস্তুত তার হাত ধরেই ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিতে চলেছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ফিনল্যান্ডের আইনসভা ন্যাটোয় যোগ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ৩০ সদস্যের ন্যাটোয় ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সে কারণেই তারা এত মরিয়া হয়ে উঠেছে। সুইডেন এখনো সব দেশের থেকে সবুজ সংকেত না পেলেও সম্প্রতি তুরস্কের ভোট পেয়ে ফিনল্যান্ড এখন ন্যাটোয় যোগ দেওয়ার জন্য তৈরি। সূত্র : সাম্প্রতিক দেশকাল
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড

প্রকাশের সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক  ডেস্ক :  আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ন্যাটোতে যোগ দিতে চলেছে ফিনল্যান্ড। আজ সোমবার (৩ এপ্রিল) এমনটাই জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।ব্রাসেলসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা ন্যাটোর সদরদপ্তরে ফিনিশ পতাকা উত্তোলন করব। এটি হবে ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক অঞ্চলের নিরাপত্তা ও সার্বিকভাবে ন্যাটোর জন্য একটি দারুণ দিন।’

আরোও পড়ুন। ন্যাটোতে ফিনল্যান্ডকে যোগদানের সুযোগ দিয়েছে তুরস্ক ও হাঙ্গেরি

ফিনল্যান্ডের এ পদক্ষেপের ফলে দেশটি আরও নিরাপদ এবং ন্যাটো আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। বস্তুত তার হাত ধরেই ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিতে চলেছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ফিনল্যান্ডের আইনসভা ন্যাটোয় যোগ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ৩০ সদস্যের ন্যাটোয় ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সে কারণেই তারা এত মরিয়া হয়ে উঠেছে। সুইডেন এখনো সব দেশের থেকে সবুজ সংকেত না পেলেও সম্প্রতি তুরস্কের ভোট পেয়ে ফিনল্যান্ড এখন ন্যাটোয় যোগ দেওয়ার জন্য তৈরি। সূত্র : সাম্প্রতিক দেশকাল
সুমি/হককথা