নিউইয়র্ক ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মঙ্গলবার ইসরায়েল সফর করবেন জার্মান চ্যান্সেলর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১৬৭ বার পঠিত

ওলাফ শলৎজ। ফাইল ছবি: রয়টার্স

আর্ন্তজাতিক ডেস্ক : জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েল সফর করবেন। জার্মান সরকারের সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনটিভি এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারের এক মুখপাত্র এই সফরের পরিকল্পনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। গত সপ্তাহে ইসরায়েল সফর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। সফরে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কথা তুলে ধরেছেন।

ইসরায়েল সফর শেষে বায়েরবক মিসর গিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত যাতে অঞ্চলজুড়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। জবাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি বোমা বর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২ হাজার ৬৭০ জন ছাড়িয়েছে। গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লক্ষাধিক ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবরুদ্ধ উপত্যকা মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মঙ্গলবার ইসরায়েল সফর করবেন জার্মান চ্যান্সেলর

প্রকাশের সময় : ০৭:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েল সফর করবেন। জার্মান সরকারের সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনটিভি এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারের এক মুখপাত্র এই সফরের পরিকল্পনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। গত সপ্তাহে ইসরায়েল সফর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। সফরে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কথা তুলে ধরেছেন।

ইসরায়েল সফর শেষে বায়েরবক মিসর গিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত যাতে অঞ্চলজুড়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। জবাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি বোমা বর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২ হাজার ৬৭০ জন ছাড়িয়েছে। গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লক্ষাধিক ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবরুদ্ধ উপত্যকা মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।