বিজ্ঞাপন :
ভোট জালিয়াতির দায়ে সু চির তিন বছরের জেল
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১০১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত।
মামলার কার্যক্রম সম্পর্কে ‘ওয়াকিবহাল’ একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই শাস্তির রায় দেওয়া হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সু চিকে আটক রেখেছে মিয়ানমারের সামরিক সরকার। দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি ‘অপরাধের’ জন্য ইতোমধ্যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
হককথা/এমউএ