ভারত রতœ গ্রহণ করলেন বাজপেয়ি
- প্রকাশের সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫
- / ৭৮৯ বার পঠিত
দিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রতœ’ গ্রহণ করেছেন। তিনি ভারতের অন্যতম সফল রাজনীতিক ও সরকারপ্রধান। তার রাজনৈতিক দল বিজেপি।
শুক্রবার (২৭ মার্চ) বাজপেয়ির দিল্লির বাসভবনে যান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপির বরেণ্য নেতা এল কে আদভানি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভাপতি মোহন ভাগবৎ এবং কেন্দ্র সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা। সেখানে বাজপেয়ির হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ৯০ বছর বয়সি বাজপেয়ি শারীরিকভাবে ভেঙে পড়েছেন। তিনি সব সময় বাড়িতেই থাকেন। তাকে সম্মান জানিয়ে পুরস্কার নিয়ে তার বাড়িতে চলে যান ভারতের শীর্ষ ব্যক্তিত্বরা।
অটল বিহারি বাজপেয়ি ১৯৯৬ সালে বিজেপির কোনো নেতা হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিজেপির নেতা হয়েও তিনি ছিলেন উদারপন্থি প্রধানমন্ত্রী। তার সাহসী উদ্যোগ চোখে পড়ে ১৯৯৯ সালে।(দৈনিক যুগান্তর)