ভারতে রাশিয়ার তেল রফতানির নতুন মাইলফলক

- প্রকাশের সময় : ১২:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৫৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাশিয়ান তেলের রফতানি নতুন মাইলফলকে পৌঁছেছে। এপ্রিল মাসে সৌদি আরব ও ইরাকের কাছ থেকে যৌথভাবে ভারত যত তেল আমদানি করেছে তার চেয়েও বেশি এসেছে রাশিয়া থেকে। মঙ্গলবার এনার্জি-কার্গো ট্র্যাকার ভর্টেক্সার তথ্যের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। এই মাসে ভারতে রাশিয়ান অপরিশোধিত তেল রফতানির পরিমাণ ছিল প্রতিদিন ১৭ লাখ ব্যারেল। অপরদিকে একই সময়ে ইরাক থেকে দৈনিক ৮ লাখ বারো হাজার এবং সৌদি আরব থেকে ৬ লাখ ৭১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে ভারত।
আরোও পড়ুন । আন্তর্জাতিক নারী দিবসে তুরস্কে বিক্ষোভ
তথ্যটি প্রকাশ করে যে, ভারতে রাশিয়ান অপরিশোধিত তেলের আমদানি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। কয়েক মাস আগেও ইরাক থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করতো ভারত। এখন সেই জায়গাটি নিয়েছে রাশিয়া। ভর্টেক্সার বিশ্লেষক সেরেনা হুয়াং এজেন্সির উদ্ধৃতি দিয়ে বলেছেন, রাশিয়া থেকে তেল সরবরাহের সামগ্রিক পরিমাণ মে মাসে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের ভোক্তা চীন থেকে ইউরাল গ্রেডের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞ এই ব্যাখ্যা করেছেন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল-ভোক্তা দেশ। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বয়কট করেছে। এমন অবস্থায় পানির দরে ভারতের কাছে তেল বিক্রি করছে রাশিয়া। ভারতও সেই সুযোগ লুফে নিচ্ছে। সূত্র : আরটি
বেলী / হককথা