ভারতে ফেসবুক বন্ধ করার হুঁশিয়ারি কর্ণাটক হাইকোর্টের
- প্রকাশের সময় : ০৩:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৩০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তদন্তে কোনোরকম সহযোগিতা করছে না ফেসবুক সংস্থা মেটা। এই অভিযোগে ভারতে ফেসবুক বন্ধ করে দেয়ার হুঁশিয়ারী দিলো কর্ণাটক হাইকোর্ট। বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলার সময় এই মন্তব্য করেন বিচারক। সৌদি আরবে শৈলেশ কুমার নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সে দেশের রাজাকে নিয়মিত আক্রমণ করা হতো। রাজপরিবার সম্পর্কে অবমাননা সূচক কথা বলা হতো। সৌদি পুলিশ খোঁজ নিয়ে শৈলেশ কুমার নামক কর্ণাটকের এক ব্যক্তিকে সৌদি থেকেই গ্রেপ্তার করে। তিনি এখনও জেলে। শৈলেশ কুমারের স্ত্রী এরপরই কর্ণাটক আদালতে একটি মামলা করেন- যে অ্যাকাউন্ট রাজা এবং রাজ পরিবারকে গালিগালাজ করা হয়েছে সেটি আদৌ তাঁর স্বামীর নয়।
তাঁর স্বামীর নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলে কোনো দুষ্কৃতি এই কাজ করেছে। ঘটনার সত্যতা জানতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য জানতে চায় আদালত। কিন্তু, দুর্ভাগ্যের কথা ফেসবুক কর্তৃপক্ষ তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করেনি। বৃহস্পতিবার এই মামলার শুনানি চলার সময় ফেসবুক কর্তৃপক্ষের এই অসহযোগিতার কথা জানিয়ে বিচারপতি বলেন, তদন্তে আর সহযোগিতা না পেলে ভারতে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে। বিচারপতি বলেন, আজকের দুনিয়া যখন সোশ্যাল মিডিয়ার হাতের ইশারায় চলে, তখন কোনো সোশ্যাল মিডিয়াকে শাস্তির আওতায় আনতে অনিচ্ছুক বিচারপতি বলেন, শৈলেশ কুমার ভারতীয় সংবিধান অনুযায়ী রাইট টু লিভ দ্বারা সুরক্ষিত, তাই তার বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু, ফেসবুক কর্তৃপক্ষের অনবধনতায় সেই অধিকার সংকুচিত হচ্ছে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা