ভারতে গণহত্যার আহ্বান শুনেও চুপ মোদী! টুইট বার্তায় উস্কানি ইমরানের

- প্রকাশের সময় : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ৩৮ বার পঠিত
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করছে উগ্রবাদী দক্ষিণপন্থীরা। আর এটিই বর্তমান উপমহাদেশের শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ চ্যালেঞ্জ। টুইটারে লিখেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan)। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, সরাসরি গণহত্যার আহ্বান শুনেও কেন চুপ করে বসে রয়েছে মোদী সরকার (Modi Govt)। এমনকী এ বিষয়ে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করতে আন্তর্জাতিক মহলকেও আহ্বান করেছেন ইমরান।
সোমবার ইমরানের এমন একগুচ্ছ টুইট বার্তার জেরে আরও একবার উস্কে উঠেছে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের খতিয়ান। সংশ্লীষ্ট মহল মনে করছে গত ডিসেম্বরে হরিদ্বারে বিতর্কিত ধর্ম সমাবেশের প্রেক্ষিতেই এমন টুইট করেছেন ইমরান। শুধু তাই নয়, দু’দেশের কূটনৈতিক মহলই মনে করছে, দেশের ভিতরে একের পর এক বিষয়ে কোণঠাসা হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। সেই আবহেই ধর্মীয় অনুষঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নতুন করে জাগিয়ে তুলতে চাইছেন ইমরান।