নিউইয়র্ক ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্রিটেন ইউক্রেনে অস্ত্র তৈরি শুরু করতে পারে : টেলিগ্রাফ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪২ বার পঠিত

পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সরবরাহের ওপর নির্ভরতা কমাতে লাইসেন্সের আওতায় ইউক্রেনে ব্রিটিশ অস্ত্র ও সামরিক যানবাহন তৈরি করা হতে পারে। টেলিগ্রাফ সংবাদপত্র রবিবার এ খবর দিয়েছে।

দ্য টেলিগ্রাফ বলেছে, ব্রিটিশ প্রতিরক্ষা শিল্পের নির্বাহীরা স্থানীয়ভাবে অস্ত্র ও যানবাহন তৈরির জন্য যৌথ উদ্যোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে কিয়েভ ভ্রমণ করেছেন। ইউরোপীয় অন্য দেশগুলোর নির্মাতারাও ইউক্রেনের সঙ্গে আলোচনায় ছিলেন। তবে একজন নির্বাহীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ব্রিটেনকে ‘সারির সামনে’ রাখার প্রতিযোগিতা চলছে। আধুনিক যুদ্ধবিমান এবং ভারী ও দূরপাল্লার অস্ত্রসহ রাশিয়ার আক্রমণ প্রত্যাহারে আরো পশ্চিমা অস্ত্রের আবেদন করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার লন্ডন এবং প্যারিসে ভ্রমণ করেছেন।

ইউক্রেনীয় পাইলটদের ন্যাটোমানের ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা ঘোষণার পর যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে জেট সরবরাহের কথা আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কিকে বলেছিলেন, সব ধরনের বিকল্প বিবেচনা করা হতে পারে। তবে পশ্চিমা দেশগুলো এখনো পর্যন্ত রাশিয়ার গভীরে আঘাত হানতে পারে এমন জেট বা অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

এদিকে বার্তা সংস্থা তাস ব্রিটেনে নিযুক্ত রুশ দূতাবাসের জবাবের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইউক্রেনে ব্রিটিশ ফাইটার জেটের যেকোনো সরবরাহ গুরুতর সামরিক ও রাজনৈতিক প্রভাব ফেলবে। টেলিগ্রাফ বলেছে, প্রতিরক্ষা প্রস্তুতকারক এবং ইউক্রেনের মধ্যে যেকোনো যৌথ উদ্যোগের জন্য সম্ভবত ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন হবে এবং এ ধরনের পদক্ষেপ মস্কোকে আরো বিরোধী করে তুলবে। ১০ ডাউনিং স্ট্রিটে সুনাকের প্রেস অফিস টেলিগ্রাফের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : রয়টার্স

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ব্রিটেন ইউক্রেনে অস্ত্র তৈরি শুরু করতে পারে : টেলিগ্রাফ

প্রকাশের সময় : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সরবরাহের ওপর নির্ভরতা কমাতে লাইসেন্সের আওতায় ইউক্রেনে ব্রিটিশ অস্ত্র ও সামরিক যানবাহন তৈরি করা হতে পারে। টেলিগ্রাফ সংবাদপত্র রবিবার এ খবর দিয়েছে।

দ্য টেলিগ্রাফ বলেছে, ব্রিটিশ প্রতিরক্ষা শিল্পের নির্বাহীরা স্থানীয়ভাবে অস্ত্র ও যানবাহন তৈরির জন্য যৌথ উদ্যোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে কিয়েভ ভ্রমণ করেছেন। ইউরোপীয় অন্য দেশগুলোর নির্মাতারাও ইউক্রেনের সঙ্গে আলোচনায় ছিলেন। তবে একজন নির্বাহীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ব্রিটেনকে ‘সারির সামনে’ রাখার প্রতিযোগিতা চলছে। আধুনিক যুদ্ধবিমান এবং ভারী ও দূরপাল্লার অস্ত্রসহ রাশিয়ার আক্রমণ প্রত্যাহারে আরো পশ্চিমা অস্ত্রের আবেদন করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার লন্ডন এবং প্যারিসে ভ্রমণ করেছেন।

ইউক্রেনীয় পাইলটদের ন্যাটোমানের ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা ঘোষণার পর যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে জেট সরবরাহের কথা আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কিকে বলেছিলেন, সব ধরনের বিকল্প বিবেচনা করা হতে পারে। তবে পশ্চিমা দেশগুলো এখনো পর্যন্ত রাশিয়ার গভীরে আঘাত হানতে পারে এমন জেট বা অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

এদিকে বার্তা সংস্থা তাস ব্রিটেনে নিযুক্ত রুশ দূতাবাসের জবাবের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইউক্রেনে ব্রিটিশ ফাইটার জেটের যেকোনো সরবরাহ গুরুতর সামরিক ও রাজনৈতিক প্রভাব ফেলবে। টেলিগ্রাফ বলেছে, প্রতিরক্ষা প্রস্তুতকারক এবং ইউক্রেনের মধ্যে যেকোনো যৌথ উদ্যোগের জন্য সম্ভবত ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন হবে এবং এ ধরনের পদক্ষেপ মস্কোকে আরো বিরোধী করে তুলবে। ১০ ডাউনিং স্ট্রিটে সুনাকের প্রেস অফিস টেলিগ্রাফের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : রয়টার্স