নিউইয়র্ক ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্রিকসের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / ৪২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং দেশটির সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রিকস দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেশটির চলমান যুদ্ধাপরাধ নিয়ে সরব বেশিরভাগ ব্রিকস সদস্য। রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে জোটটিকে ইসরাইলের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

আরটি জানিয়েছে, মঙ্গলবার গাজায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জোটটির ভার্চুয়াল এক সম্মেলনে এই অনুরোধ জানান রাইসি। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হতে যাচ্ছে ইরান। তাই এখনই জোটের বিভিন্ন জরুরি শীর্ষ বৈঠকে ডাকা হচ্ছে দেশটিকে। এতে যোগ দিয়ে রাইসি ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি গাজায় ইসরাইলের চলমান অবরোধ ভাঙতে এবং গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলেন।

এরপরই তেল-আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন তিনি। রাইসি বলেন, ব্রিকস সদস্যদের উচিৎ ফিলিস্তিনি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়া। ইসরাইলের এই অবৈধ সরকারের ‘সন্ত্রাসী শাসনকে’ চিহ্নিত করতে হবে এবং এর সেনাবাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে তালিকাভুক্ত করতে হবে।

ব্রিকস সদস্যরা অবিলম্বে ইসরাইলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবৈধ হোয়াইট ফসফরাস এবং অন্যান্য নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। ব্রিকস দেশগুলির উচিৎ এ নিয়ে তদন্ত শুরু করা। এদিকে ব্রিকস সদস্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে আটকাদেশের পদক্ষেপ নিয়েছে তাকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ব্রিকসের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান

প্রকাশের সময় : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং দেশটির সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রিকস দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেশটির চলমান যুদ্ধাপরাধ নিয়ে সরব বেশিরভাগ ব্রিকস সদস্য। রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে জোটটিকে ইসরাইলের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

আরটি জানিয়েছে, মঙ্গলবার গাজায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জোটটির ভার্চুয়াল এক সম্মেলনে এই অনুরোধ জানান রাইসি। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হতে যাচ্ছে ইরান। তাই এখনই জোটের বিভিন্ন জরুরি শীর্ষ বৈঠকে ডাকা হচ্ছে দেশটিকে। এতে যোগ দিয়ে রাইসি ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি গাজায় ইসরাইলের চলমান অবরোধ ভাঙতে এবং গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলেন।

এরপরই তেল-আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন তিনি। রাইসি বলেন, ব্রিকস সদস্যদের উচিৎ ফিলিস্তিনি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়া। ইসরাইলের এই অবৈধ সরকারের ‘সন্ত্রাসী শাসনকে’ চিহ্নিত করতে হবে এবং এর সেনাবাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে তালিকাভুক্ত করতে হবে।

ব্রিকস সদস্যরা অবিলম্বে ইসরাইলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবৈধ হোয়াইট ফসফরাস এবং অন্যান্য নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। ব্রিকস দেশগুলির উচিৎ এ নিয়ে তদন্ত শুরু করা। এদিকে ব্রিকস সদস্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে আটকাদেশের পদক্ষেপ নিয়েছে তাকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

হককথা/নাছরিন