বিশ্ব থেকে কোনদিনও কি বিদায় নেবে না করোনা, কী জানালেন শীর্ষ মার্কিন বিজ্ঞানীরা

- প্রকাশের সময় : ০৫:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ৬৬ বার পঠিত
করোনা আতঙ্কে গোটা বিশ্ব। ভয় ধরাচ্ছে করোনার নয়া প্রজাতি। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাক্টিভ কেস ও করোনায় আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানান অ্যান্টনি ফাউসি। অ্যান্টনি ফাউসি কী বললেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (CSIS) শীর্ষ মার্কিন বিজ্ঞানী বলেন, আমাদের করোনাকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে। কবে এর থেকে মুক্তি মিলবে? সেই সঙ্গে দোসর হয়ে এসেছে ওমিক্রনও। এই ভাইরাকে নির্মূল করার কোন উপায় নেই! করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন টিকাবিহীন লোকেদের জন্য মারাত্মক। ওমিক্রন উপসর্গ যতই কম হোক তাকে এড়িয়ে না যাওয়াই ভালো। যখন একসঙ্গে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে তখন তাকে সামলানো কঠিন হয়ে পড়বে। ফাউসি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় এক মিলিয়ন সংক্রমণ রেকর্ডের খবর পাওয়া গেছে। তাঁর মধ্যে প্রায় ১৫০,০০০ মানুষ হাসপাতালে ও ১,২০০ দৈনিক মৃত্যুর খবর দেখা গেছে। কিন্তু আমরা এই সময়টি একেবারেই চাই না।
হককথা/এসএ