নিউইয়র্ক ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিরোধীদের সঙ্গে কথা বলবেন মাক্রোঁ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : কঠিন কাজটা শুরু করতে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে সমঝোতায় আসা। মাক্রোঁর মধ্যপন্থি জোট গতবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবার তারা একক বৃহত্তম জোট হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ৪৪টি আসন কম পেয়েছে। ফলে মাক্রোঁর দলকে সরকার গঠন করতে হলে বিরোধী দলের সঙ্গে হাত মেলাতে হবে।
রক্ষণশীলরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা মাক্রোঁর জোটের সঙ্গে হাত মেলাবে না।
সর্বশেষ পরিস্থিতি
এএফপি ও রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার থেকেই আলোচনা শুরু হবে। ‘ফ্রান্সের সেবা করার জন্য’ মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট এনসেম্বলের পাশে দাঁড়ান, এটাই আপাতত তাদের ক্যাচলাইন। কোন কোন দলের সঙ্গে আলোচনা হবে, সেকথা রিপোর্টে বলা নেই।
গত ২১ অক্টোবর প্যাটিকে মরনোত্তর লিজিয়ন অফ অনারে ভূষিত করে প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, ”আমরা কার্টুন ছাড়বো না৷ ইউরোপীয় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করতে গিয়ে প্যাটি জীবন দিয়েছেন । তিনি এই প্রজাতন্ত্রের মুখ।”
নাম প্রকাশ করতে নারাজ এক নেতা জানিয়েছেন, লে রিপাবলিকানসের প্রতিনিধি আলোচনায় যোগ দেবেন। কিন্তু বামপন্থিদের নেতৃত্বাধীন নুপেস বা চরম দক্ষিণপন্থি ন্যাশনাল রেলি (আরএন) মাক্রোঁর সঙ্গে হাত মেলাবে না বলে জানিয়েছে।
বিকল্প কী?
মাক্রোঁর সামনে বিকল্প হলো, বিরোধী কোনো দলের সঙ্গে সমঝোতা। তাহলে আর বিল পাস করাতে তার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় বিকল্প হলো, তার এনসেম্বল জোট সংখ্যালঘু সরকার চালালো। তৃতীয় বিকল্প, আবার নির্বাচন।
গত ৩০ বছরের মধ্যে মাক্রোঁই হলেন একমাত্র প্রেসিডেন্ট, যিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেন না।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিরোধীদের সঙ্গে কথা বলবেন মাক্রোঁ

প্রকাশের সময় : ০১:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কঠিন কাজটা শুরু করতে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে সমঝোতায় আসা। মাক্রোঁর মধ্যপন্থি জোট গতবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবার তারা একক বৃহত্তম জোট হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ৪৪টি আসন কম পেয়েছে। ফলে মাক্রোঁর দলকে সরকার গঠন করতে হলে বিরোধী দলের সঙ্গে হাত মেলাতে হবে।
রক্ষণশীলরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা মাক্রোঁর জোটের সঙ্গে হাত মেলাবে না।
সর্বশেষ পরিস্থিতি
এএফপি ও রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার থেকেই আলোচনা শুরু হবে। ‘ফ্রান্সের সেবা করার জন্য’ মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট এনসেম্বলের পাশে দাঁড়ান, এটাই আপাতত তাদের ক্যাচলাইন। কোন কোন দলের সঙ্গে আলোচনা হবে, সেকথা রিপোর্টে বলা নেই।
গত ২১ অক্টোবর প্যাটিকে মরনোত্তর লিজিয়ন অফ অনারে ভূষিত করে প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, ”আমরা কার্টুন ছাড়বো না৷ ইউরোপীয় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করতে গিয়ে প্যাটি জীবন দিয়েছেন । তিনি এই প্রজাতন্ত্রের মুখ।”
নাম প্রকাশ করতে নারাজ এক নেতা জানিয়েছেন, লে রিপাবলিকানসের প্রতিনিধি আলোচনায় যোগ দেবেন। কিন্তু বামপন্থিদের নেতৃত্বাধীন নুপেস বা চরম দক্ষিণপন্থি ন্যাশনাল রেলি (আরএন) মাক্রোঁর সঙ্গে হাত মেলাবে না বলে জানিয়েছে।
বিকল্প কী?
মাক্রোঁর সামনে বিকল্প হলো, বিরোধী কোনো দলের সঙ্গে সমঝোতা। তাহলে আর বিল পাস করাতে তার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় বিকল্প হলো, তার এনসেম্বল জোট সংখ্যালঘু সরকার চালালো। তৃতীয় বিকল্প, আবার নির্বাচন।
গত ৩০ বছরের মধ্যে মাক্রোঁই হলেন একমাত্র প্রেসিডেন্ট, যিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেন না।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

হককথা/এমউএ