নিউইয়র্ক ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিড়াল বিশ্বের কিম কার্দাশিয়ান’-কে দেখতে পর্যটকদের ভিড়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের সেজেসিন শহরে এক বিড়ালকে দেখতে আসছেন দেশ-বিদেশের পর্যটকরা। বিড়ালপ্রেমীদের প্রিয় এই মার্জারের আসল নাম গাসেক। সাদা-কালো রঙের স্বাস্থ্যবান এই গাসেক নেটদুনিয়াতেও ঘটিয়ে ফেলেছে বিশাল কাণ্ড।

১০ বছরেরও বেশি সময় ধরে কাসজুবস্কার রাস্তায় থাকা গাসেককে বর্তমানে সামনের দিক খোলা একটি চতুর্ভুজ আকৃতির বাক্সে কম্বলের ওপর শুয়ে থাকতে দেখা যায়। সেজেসিয়ানের দর্শনীয় স্থানগুলোকে পেছনে ফেলে গুগল ম্যাপের সর্বোচ্চ আকর্ষণ এখন গাসেকের বাসা। দক্ষিণ পোমেরানিয়া অঞ্চলের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টের পরিচালক ক্যারোলিনা নওয়াক বলেন, ‘গাসেক হলো বিড়াল দুনিয়ার কিম কার্দাশিয়ান। ইন্টারনেটে বিপুল জনপ্রিয় হওয়ার কারণে শুধু তার খোঁজেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন।’

সেজেসিয়ানের পর্যটন তথ্যকেন্দ্রের কর্মী সাইমন মাকসিমিউক বলেন, ‘নরওয়ে থেকে আসা এক পর্যটক জানিয়েছেন, গাসেকের কারণে এখানে এসেছেন তিনি। এছাড়া অকল্পনীয় হারে পর্যটকদের আসা শুরু হয়েছে।’গাসেককে দেখতে মঙ্গোলিয়া থেকে আসা জার্মান প্রবাসী ইতিহাস বিভাগের ছাত্র খেরলেন বলেন, ‘আমি গাসেক নামের সেই বিড়ালটিকে খুঁজছি। আশা করছি আজ না হয় কাল আমি ওকে খুঁজে পাবো।’ তবে পোল্যান্ডে কোনও প্রাণীর আকর্ষণে পর্যটকদের ভ্রমণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও এক প্রজাতির কুকুর দেশটির গডানস্ক অঞ্চলের গুগল ম্যাপে সর্বোচ্চ আকর্ষণ হয়ে উঠেছিল। সূত্র: রয়টার্স

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিড়াল বিশ্বের কিম কার্দাশিয়ান’-কে দেখতে পর্যটকদের ভিড়

প্রকাশের সময় : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের সেজেসিন শহরে এক বিড়ালকে দেখতে আসছেন দেশ-বিদেশের পর্যটকরা। বিড়ালপ্রেমীদের প্রিয় এই মার্জারের আসল নাম গাসেক। সাদা-কালো রঙের স্বাস্থ্যবান এই গাসেক নেটদুনিয়াতেও ঘটিয়ে ফেলেছে বিশাল কাণ্ড।

১০ বছরেরও বেশি সময় ধরে কাসজুবস্কার রাস্তায় থাকা গাসেককে বর্তমানে সামনের দিক খোলা একটি চতুর্ভুজ আকৃতির বাক্সে কম্বলের ওপর শুয়ে থাকতে দেখা যায়। সেজেসিয়ানের দর্শনীয় স্থানগুলোকে পেছনে ফেলে গুগল ম্যাপের সর্বোচ্চ আকর্ষণ এখন গাসেকের বাসা। দক্ষিণ পোমেরানিয়া অঞ্চলের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টের পরিচালক ক্যারোলিনা নওয়াক বলেন, ‘গাসেক হলো বিড়াল দুনিয়ার কিম কার্দাশিয়ান। ইন্টারনেটে বিপুল জনপ্রিয় হওয়ার কারণে শুধু তার খোঁজেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন।’

সেজেসিয়ানের পর্যটন তথ্যকেন্দ্রের কর্মী সাইমন মাকসিমিউক বলেন, ‘নরওয়ে থেকে আসা এক পর্যটক জানিয়েছেন, গাসেকের কারণে এখানে এসেছেন তিনি। এছাড়া অকল্পনীয় হারে পর্যটকদের আসা শুরু হয়েছে।’গাসেককে দেখতে মঙ্গোলিয়া থেকে আসা জার্মান প্রবাসী ইতিহাস বিভাগের ছাত্র খেরলেন বলেন, ‘আমি গাসেক নামের সেই বিড়ালটিকে খুঁজছি। আশা করছি আজ না হয় কাল আমি ওকে খুঁজে পাবো।’ তবে পোল্যান্ডে কোনও প্রাণীর আকর্ষণে পর্যটকদের ভ্রমণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও এক প্রজাতির কুকুর দেশটির গডানস্ক অঞ্চলের গুগল ম্যাপে সর্বোচ্চ আকর্ষণ হয়ে উঠেছিল। সূত্র: রয়টার্স

সুমি/হককথা