বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

- প্রকাশের সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ৫৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : দেশব্যাপী চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার পদত্যাগ করেন তিনি।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে শ্রীলঙ্কায় জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।
শ্রীলঙ্কা থেকে প্রকাশিত ডেইলি মিরর অনলাইন জানায়, এ অবস্থায় শুক্রবার প্রেসিডেন্ট গুতবায়া রাজাপাকসে বিশেষ বৈঠক করেন। সেখানেই তিনি সংকট নিরসনে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগের অনুরোধ জানান।
এখন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, বিরোধী দল সামগী জনা বালাওয়েগয়া (এসজেবি) নিশ্চিত করেছে যে, তাদের নেতা সজিথ প্রেমাদাসা অন্তর্র্বতী সরকারে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।
সোমবার সকালে একদল বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের বিপরীতে একটি বিক্ষোভ করে।
প্রধানমন্ত্রীর সাথে তাদের বৈঠকের পর তারা মন্দিরের গাছের কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত অন্তত ১৬ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হককথা/এমউএ