বাংলাদেশে সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন
- প্রকাশের সময় : ০৩:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১১৯ বার পঠিত
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় চীন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠককালে একথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিনিয়ত গভীর হচ্ছে এবং পারষ্পরিক বাস্তবধর্মী সহযোগিতায় কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে।
ইয়াও ওয়েন আর বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক গুরুতর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সমর্থন দিবে চীন। বাংলাদেশের `ভিশন ২০৪১‘ও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনেও চীন সহযোগিতা করবে।
এ ছাড়া বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও কথা হয় এসময়। সূত্র : আমাদের সময়।